আজকাল ওয়েবডেস্ক: পায়ের গোড়ালিতে গুরুতর চোটের জেরে কোপা আমেরিকা ফাইনালের মাঝপথে উঠে গিয়েছিলেন লিও মেসি। বেঞ্চে বসে কাঁদতে দেখা গিয়েছিল তাঁকে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মেসির পাশে দাঁড়িয়েছিলেন সমর্থকরা। মেসির পায়ের যে ছবি ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছিল গোড়ালি ফুলে ঢোল হয়ে গিয়েছে আর্জেন্টাইন তারকার। এই চোট যে গুরুতর তাতে কোনো সন্দেহ নেই। আর এর জেরে এবার এমএলএস অল স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন লিও।
মেসি তাঁর নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়েও কবে খেলতে পারবেন তাও স্পষ্ট করে জানানো হয়নি। মেজর সকার লিগে অংশগ্রহণকারী ১৮টি ক্লাবের থেকে তারকদের বেছে তৈরি হচ্ছে অল স্টার টিম। এই দলটি খেলবে মেক্সিকোর লিগা এমএক্সের ফুটবলারদের বিরুদ্ধে। বহু বছর ইউরোপে কাটানোর পর গত বছর ইন্টার মায়ামিতে পাড়ি দেন মেসি। তারপর এই প্রথম আমেরিকান লিগে অল স্টার ম্যাচে নামার কথা ছিল তাঁর। মেসির পাশাপাশি অল স্টার গেমে পাওয়া যাবে না লুইস সুয়ারেজকেও।
তবে মেসির প্রাক্তন বার্সা সতীর্থ জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটসকে দলে রাখা হয়েছে। তাঁরা দুজনেই ফিট রয়েছেন। মেসি কবে মাঠে ফিরবেন তাও স্ ক্লাবের তরফে মেসির মাঠে ফেরার সময়সীমা নিয়ে কিছু জানানো হয়নি। তবে ইন্টার মায়ামির তরফে লিওর চোটের দিকে নজর রাখা হচ্ছে। অবস্থার উন্নতি হলেই আর্জেন্টাইন তারকাকে ফিট ঘোষণা করা হবে। তবে বর্তমানে যা অবস্থা মেসির ফিরতে কয়েক সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলে জানাচ্ছেন ক্লাব কর্মকর্তারা। স্পষ্ট করে জানানো হয়নি।
মেসি তাঁর নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়েও কবে খেলতে পারবেন তাও স্পষ্ট করে জানানো হয়নি। মেজর সকার লিগে অংশগ্রহণকারী ১৮টি ক্লাবের থেকে তারকদের বেছে তৈরি হচ্ছে অল স্টার টিম। এই দলটি খেলবে মেক্সিকোর লিগা এমএক্সের ফুটবলারদের বিরুদ্ধে। বহু বছর ইউরোপে কাটানোর পর গত বছর ইন্টার মায়ামিতে পাড়ি দেন মেসি। তারপর এই প্রথম আমেরিকান লিগে অল স্টার ম্যাচে নামার কথা ছিল তাঁর। মেসির পাশাপাশি অল স্টার গেমে পাওয়া যাবে না লুইস সুয়ারেজকেও।
তবে মেসির প্রাক্তন বার্সা সতীর্থ জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটসকে দলে রাখা হয়েছে। তাঁরা দুজনেই ফিট রয়েছেন। মেসি কবে মাঠে ফিরবেন তাও স্ ক্লাবের তরফে মেসির মাঠে ফেরার সময়সীমা নিয়ে কিছু জানানো হয়নি। তবে ইন্টার মায়ামির তরফে লিওর চোটের দিকে নজর রাখা হচ্ছে। অবস্থার উন্নতি হলেই আর্জেন্টাইন তারকাকে ফিট ঘোষণা করা হবে। তবে বর্তমানে যা অবস্থা মেসির ফিরতে কয়েক সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলে জানাচ্ছেন ক্লাব কর্মকর্তারা। স্পষ্ট করে জানানো হয়নি।
