আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুম শেষে বুট জোড়া তুলে রাখবেন সের্জিও বুস্কেটস। এবার জর্ডি আলবাও জানিয়ে দিলেন চলতি মরশুমের শেষে তিনিও ফুটবল থেকে সরে দাঁড়াবেন। জর্ডি আলবা এক ভিডিও বার্তায় তাঁর অবসরের কথা জানিয়েছেন। যার প্রতিক্রিয়ায় মেসি লিখেছেন, ''তোমাকে খুব মিস করব জর্ডি। এত বছর একসঙ্গে খেলেছি। কত গোল করতে তুমি সাহায্য করেছ। এবার পিছন থেকে আমাকে পাস কে দেবে?'' মেসি ও জর্ডি আলবা খুব ভাল বন্ধু। তাই আলবার বিদায় ছুঁয়ে যাচ্ছে মেসিকে।
মেসির আর্জেন্টিনা বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচ খেলবে তারা।মার্কিন মুলুকে চলতি মাসের ১১ তারিখ ভেনিজুয়েলার বিরুদ্ধে। ১৪ অক্টোবর পোর্তো রিকোর বিরুদ্ধে নামবে নীল-সাদা জার্সিধারীরা। এই দুটি ম্যাচ যেহেতু সামনে তাই মায়ামিতে অনুশীলন করছে আর্জেন্টিনা।
আরও পড়ুন: মিশনে হিটম্যান! অস্ট্রেলিয়ায় প্রাক্তন পাক অধিনায়কের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনে...
ভেনিজুয়েলার সঙ্গে ম্যাচটি হবে মায়ামিতে। পোর্তো রিকার বিরুদ্ধে খেলা হবে শিকাগোতে। কিন্তু শিকাগোতে বিক্ষোভ হচ্ছে। সেই কারণে পোর্তো রিকার বিরুদ্ধে ম্যাচের কেন্দ্র বদল করা হয়েছে। খেলাটি হবে মায়ামিতে।
লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল আগামী নভেম্বরেই কেরলে প্রীতি ম্যাচ খেলতে চলেছে বলে জানিয়েছে রাজ্যের ক্রীড়া দপ্তর। তবে প্রতিপক্ষ নিয়ে এতদিন কোনও খবর না মিললে এবার সূত্র মারফত জানা যাচ্ছে, মেসিদের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। সূত্রের খবর, নভেম্বরের ১২ থেকে ১৮ তারিখের মধ্যে যে কোনও একদিন কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। সঠিক দিন এখনও চূড়ান্ত হয়নি। এদিকে আর্জেন্টিনা দলের সাপোর্ট স্টাফের একজন বুধবার কোচিতে পৌঁছবেন ভেন্যু পরিদর্শনের জন্য। কেরলে বিশ্বচ্যাম্পিয়নদের সফর ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। চলতি বছরের আগস্টের শুরুতে শোনা গিয়েছিল, আর্জেন্টিনা নাকি আসবে না। তবে মাসের শেষেই সেই জল্পনা কাটিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে, নভেম্বরে ভারতের কেরলে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ‘আর্জেন্টিনা জাতীয় দল, লিওনেল স্কালোনির নেতৃত্বে, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়টি নভেম্বরে, ১০ থেকে ১৮ তারিখের মধ্যে, আঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরলে আয়োজিত হবে। প্রতিপক্ষ ও শহর পরে ঘোষণা করা হবে’। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার কার্যত নিশ্চিত, কোচিতে মেসির আর্জেন্টিনা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কেরল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, এই বছরের নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসি কেরালায় এক প্রীতি ম্যাচ খেলতে আসছেন।
আরও পড়ুন: তেরো বছর আগে এলকোর বিরুদ্ধে বিরাট জয়, বিশেষ দিনে অস্কারের কাছে কল্যাণী ফিরল পয়মন্ত হয়েই
