আজকাল ওয়েবডেস্ক:‌ জমে গেছে লিডস টেস্ট। চতুর্থ দিন লাঞ্চের সময় ভারতের রান তিন উইকেটে ১৫৩। ভারত এগিয়ে ১৫৯ রানে।


তৃতীয় দিন খেলা শেষের সময় ভারতের রান ছিল ৯০/‌২। এগিয়েছিল ৯৬ রানে। চতুর্থদিন খেলা শুরু হতেই ফিরে যান অধিনায়ক শুভমান গিল। ব্রাইডন কার্সের বলে বোল্ড হন শুভমান। প্রথম ইনিংসে শতরান করেছিলেন গিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান করেই ফিরতে হল তাঁকে।


তবে দলকে টানছেন লোকেশ রাহুল। লাঞ্চের বিরতিতে তাঁর রান ৭২। মেরেছেন আটটি চার। যদিও টংয়ের বলে রাহুলের ক্যাচ ফেলেন হ্যারি ব্রুক। জীবন পান তিনি। প্রথম ইনিংসে রাহুল করেছিলেন ৪২। রাহুলের সঙ্গে রয়েছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর সংগ্রহ ৩১। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও পন্থকে ধৈর্য নিয়ে ব্যাট করতে দেখা যাচ্ছে। ইংরেজ বোলারদের মধ্যে কার্স নিয়েছেন দুই উইকেট। স্টোকস একটি।


এদিকে, লিডসে চতুর্থ দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যদি বৃষ্টি থাবা না বসায় তাহলে একটা উত্তেজক ম্যাচ অপেক্ষা করে রয়েছে। ভারত যদি ৩০০ রানের লিডও নিতে পারে তাহলে এই ম্যাচ জমে যাবে। কাজটা সহজ হবে না ইংল্যান্ডের। কারণ একটাই, বুমরা।