আজকাল ওয়েবডেস্ক: আর দশদিন পরই শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ায় নিজের পছন্দের বোলারের নাম জানিয়ে দিলেন ম্যাথিউ হেডেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার মনে করেন, কুলদীপ যাদব পার্থক্য গড়ে দেবে। তাঁর মতে, বাঁ হাতি রিস্ট স্পিনার ইংল্যান্ডের মাটিতে ২০ উইকেট নেবে। রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ায় ইংল্যান্ডে নিয়মিত খেলার সুযোগ পেতে পারেন কুলদীপ। তাঁর বোলিংয়ে বৈচিত্র আছে। তাই ভারতীয় বোলিং লাইন আপে এক্স ফ্যাক্টর হতে পারেন তিনি। এখনও পর্যন্ত মাত্র ১৩টি টেস্ট খেলেছেন কুলদীপ। নিয়েছেন ৫৬টি উইকেট। ম্যাথিউ হেডেন বলেন, 'আমি ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য অপেক্ষা করছি। দেখতে চাই ভারত কেমন খেলে। পাঁচটা টেস্ট সহজ নয়। চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিতে হবে। কুলদীপ যাদব পার্থক্য গড়ে দিতে পারে। ২০ উইকেট নিতে পারে। আমাদের লিয়ন ধারাবাহিক। অ্যাশেজে ওর অনুপস্থিতি পার্থক্য গড়ে দিয়েছিল। প্রত্যেক যুগের সেরা দলের মধ্যে একটাই বৈশিষ্ট, স্থায়িত্ব।'
ভারত-ইংল্যান্ড সিরিজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। হেডন মনে করেন, তাঁর দলের বোলিং আক্রমণ অনেক এগিয়ে। পেসারদের পাশাপাশি স্পিন বিভাগও শক্তিশালী। হেডেন বলেন, 'আমাদের দলে এখনও একটা কোর গ্রুপ আছে। তবে সেটা কিছুটা বদলাতে শুরু করেছে। স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজা আর কতদিন খেলবে? ওরা এমন একটা জায়গায় বসে আছে, এককালে যেখানে আমি এবং স্টিভ ওয়া ছিলাম। আমরা সবাই সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যেখানে মনে হয়, এগিয়ে যাওয়া উচিত। তবে বর্তমানে অস্ট্রেলিয়া দল শক্তিশালী। টেস্ট জিততে ২০ উইকেট প্রয়োজন। এই দলে তিনজন বিশ্বমানের পেসার আছে। বিশ্বমানের স্পিনারও রয়েছে।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজের দলকেই এগিয়ে রাখলেন হেডেন।
