আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের আইপিএল থেকে আকষ্মিক অবসরে অবাক ক্রিস শ্রীকান্ত। দাবি, কোটিপতি লিগে আরও দুটো মরশুম খেলতে পারতেন তারকা স্পিনার। বুধবার আইপিএল থেকে অবসর ঘোষণা করেন ৩৮ বছরের অশ্বিন। শেষ আইপিএল ভাল যায়নি তাঁর। নয় ম্যাচে মাত্র ৭ উইকেট নেন। গড় ৪০.৪২। ইকোনমি রেট ৯.১২। ফর্ম হারালেও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অশ্বিন। ২২১ ম্যাচে ১৮৭ উইকেট তাঁর। ইকোনমি রেট ৭.২০। এমন পরিসংখ্যান সত্ত্বেও কেন অশ্বিন এত তাড়াতাড়ি অবসরের সিদ্ধান্ত নিলেন, সেই নিয়ে প্রশ্ন তোলেন কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য। শ্রীকান্ত বলেন, 'আমি জানি না কেন অশ্বিন অবসর নিল। আমি ওর জায়গায় থাকলে আরও দু'বছর আইপিএলে খেলা চালিয়ে যেতাম। অবশ্যই ওর জন্য অর্থ, খ্যাতি, যশ কোনও সমস্যার নয়। তবে ও আরও দু'বছর আইপিএল খেলতেই পারত। তারপর অন্যান্য লিগে খেলতে পারত।'
অশ্বিন জানান, এবার আন্তর্জাতিক টি-২০ লিগে খেলার চেষ্টা করবেন। শ্রীকান্ত মনে করেন, ভবিষ্যতে অন্যান্য ভারতীয় ক্রিকেটাররাও এদিকেই ঝুঁকবে। তবে বিশ্বের বাকি টি-২০ লিগগুলোর থেকে যে আইপিএল অনেক এগিয়ে, সেটা জানাতেও ভুল করলেন না। শ্রীকান্ত বলেন, 'একজন বাকি লিগে খেলতেই পারে, তবে আইপিএল যা দেয়, তার ধারেকাছেও আসবে না অন্যান্য লিগগুলো।' অশ্বিনের অবসরের সিদ্ধান্তকে সমর্থন না করলেও, তাঁর ভূয়সী প্রশংসা করেন। জানান, ২০১০ এবং ২০১১ আইপিএল জয়ে চেন্নাই সুপার কিংসের তুরুপের তাস ছিলেন অশ্বিন। এমনকী দুটো চ্যাম্পিয়ন্স লিগ জয়েও। শ্রীকান্ত বলেন, 'ভারতের অন্যতম সেরা আইপিএল ক্রিকেটারদের মধ্যে অশ্বিন অন্যতম। আইপিএল এবং চেন্নাই সুপার কিংসের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে। হাসতে হাসতে একাধিকবার ক্রিস গেইলকে আউট করে।' অশ্বিনের অবসরের আশ্চর্য হলেও, তিনি মনে করেন, বিদেশি লিগে প্লেয়ার বা কোচ হিসেবে অবদান রাখতে পারবেন তিনি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এবার আইপিএল থেকেও অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। গত বছরের ডিসেম্বরে বর্ডার গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। একদিনের এবং টি-২০ দলে তিনি আর এখন সুযোগ পান না। এবার আইপিএল থেকেও সরে দাঁড়ালেন অশ্বিন। বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন তিনি। ফলে আইপিএলের অন্যতম সফল বোলারের যাত্রা এখানেই শেষ। বুধবার গণেশ চতুর্থী ছিল। সেই দিনটিকেই অবসর ঘোষণার দিন হিসাবে বেছে নেন। অশ্বিন লেখেন, 'বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। সবাই বলে, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে।' অশ্বিন আরও যোগ করেছেন, 'এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা আসতে চলেছে, সেটা উপভোগ করার জন্য অপেক্ষা করছি।' অশ্বিনের কথাতেই বোঝা গেছে, তিনি বিদেশের বিভিন্ন লিগে খেলতে চাইছেন। ভারতের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এবার আইপিএল থেকেও সরে গেলেন।
