আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে রিঙ্কু সিংকে কে না চেনে! আইপিএলের দৌলতে ঘরে ঘরে নাম ঘোরে কলকাতা নাইট রাইডার্সের সেরা ফিনিশারের। কয়েকদিন আগে বিলাসবহুল বাংলো কেনেন। তারপর এক প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের মেয়ের সঙ্গে বাগদানের খবর শিরোনামে আসে। কিন্তু এবার প্রচারের আলোয় তাঁর বোন। চর্চায় নেহা সিং। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছেন রিঙ্কু সিংয়ের বোন। ইনস্টাগ্রামে ৬ লক্ষের বেশি ফলোয়ার। নিজেকে পরিচয় দেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে। দাদার থেকেও নেটমধ্যমে বেশি সক্রিয় নেহা। কখনও রিঙ্কুর সঙ্গে, কখনও মায়ের সঙ্গে ছবি পোস্ট করেন। বিলাসবহুল বাংলোর সামনে দাঁড়িয়েও ছবি পোস্ট করেন।
নিজের শখ-আহ্লাদও তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। গাড়ির সামনে দাড়িয়ে, বাইকে চালকের আসনে চেপে ছবিও দেন রিঙ্কুর বোন। নেহার সৌজন্যে রিঙ্কুর পরিবারের অনেক ছবিই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কয়েকদিন আগেই বাবাকে স্পোর্টস বাইক কিনে দেন রিঙ্কু। সেই বাইকে চেপে ছবি পোস্ট করেন নেহা। কেকেরের তারকা সাধারণত একটু লাজুক প্রকৃতির। নিজের পারিবারিক জীবন নেটমাধ্যমে খুব একটা তুলে ধরেন না। কিন্তু বোনের সৌজন্যে রিঙ্কুর পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ খণ্ডচিত্র ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কেকেআরের জার্সিতে উত্থান তাঁর। আইপিএলে ভাল পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের দরজা খুলে যায়। মিডল অর্ডারের অন্যতম ভরসা। ভাল ফিনিশার। দাদার জনপ্রিয়তার পর বোনও এবার কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া।
