আজকাল ওয়েবডেস্ক: কেকেআর তাঁকে প্রথমে সমর্থন করেছে। সেই নাইট শিবিরের জন্যই নিজেকে নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আনরিখ নর্খিয়া।
কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া টিমের সঙ্গে কথা বলার সময়ে নরখিয়া বলেন, ''কেকেআর প্রথমে আমার পাশে দাঁড়িয়েছিল। কলকাতায় এসে দারুণ লাগছে। শুরু করার দিকে তাকিয়ে। দুর্দান্ত জায়গা।''
২০১৯ সালে কেকেআর স্কোয়াডে ছিলেন নরখিয়া। চোটের জন্য একটি ম্যাচেও নামতে পারেননি তিনি। নরখিয়া বলছেন, ''সুন্দর জায়গা, সুন্দর মাঠ। আমি উৎসাহিত বোধ করছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে প্রস্তুত রাখা। সব সমর্থকদের জন্য বলছি, আপনাদের দেখার জন্য অপেক্ষায় রয়েছি। কিছু মানুষ আসছেন ট্রেনিংয়ে। আপনাদের শুভেচ্ছা নিয়ে এগোতে চাই।''
এদিকে শুরুর আগেই শেষ উমরান মালিকের দৌড়। আইপিএলের বল গড়ানোর আগেই বড় সড় ধাক্কা নাইট শিবিরে। উমরানের জায়গায় কলকাতা নাইট রাইডার্স ৭৫ লক্ষের বিনিময়ে নিয়েছে চেতন শাকারিয়াকে।
গতবারের আইপিএলেও কেকেআর তাঁকে দলে নিয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলেননি শাকারিয়া। এবারের নিলামে তিনি দল পাননি। কিন্তু শেষ মুহূর্তে উমরান মালিক ছিটকে যাওয়ায় চেতন শাকারিয়ার দরজা খুলে যায়।
তাঁর এই ক্রিকেট পরিক্রমা মোটেও ফুলের পাপড়ি বিছানো ছিল না। বরং তাঁর চলার পথ ছিল কণ্টকাকীর্ণ। সেই বন্ধুর পথ অতিক্রম করেই চেতন শাকারিয়ার উপরে এখন পাদপ্রদীপের আলো।
