আজকাল ওয়েবডেস্ক: মেন্টর গৌতম গম্ভীরের হাত ধরে আইপিএলে খেতাব গতবার জেতে কলকাতা নাইট রাইডার্স। 

এবার নাইটদের নয়া মেন্টর ডোয়েন ব্রাভো। আইপিএল শুরুর আগে ক্যারিবিয়ান ব্রাভো জানালেন, তিনি বেশ কয়েকবার গম্ভীরকে মেসেজ করে পরামর্শ চেয়েছেন। 

গতবার ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে মাটি ধরিয়ে আইপিএল খেতাব জেতে কেকেআর। নাইটদের খেতাব জেতানোর পরে  গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হন। ফলে গম্ভীরের ছেড়ে যাওয়া চেয়ারে বসেন ডোয়েন ব্রাভো। 

সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, ব্রাভো বারকয়েক গৌতম গম্ভীরের কাছ থেকে সাফল্যের ফর্মুলা জানতে চেয়েছিলেন। ব্রাভোকে বলতে শোনা গিয়েছে, ''দুর্ভাগ্যক্রমে কয়েকজন খেলোয়াড় দল ছেড়ে চলে গিয়েছে। গৌতম গম্ভীরের নিজস্ব কিছু স্টাইল ছিল। আমারও নিজস্বতা রয়েছে। আমরা নিজস্ব ক্ষেত্রে সফল। আমি ওদের কাছ থেকেই শিখতে চাই। কারণ ওরা সাফল্যের ফর্মুলা জানে। ওই ফর্মুলা অনুযায়ী আমাদেরও  এগোতে হবে।'' 

২২ মার্চ ইডেনে প্রথম ম্যাচে নামবে কেকেআর। তাদের প্রতিপক্ষ আরসিবি। ব্রাভো বলছেন, ''গৌতম গম্ভীর গত বছর যেভাবে দল পরিচালনা করেছেন, তা যদি না করি, তাহলে আমি নিজেই আমার প্রতি অসম্মান প্রদর্শন করব। কয়েকজন চলে গেলেও দলের মূল কাঠামো একই রয়েছে।'' 

গম্ভীর চলে গেলেও তাঁর দেখানো পথ ধরেই এগোতে চান ব্রাভো।