আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের স্কোরিং সিস্টেমে ব্যাপক পরিবর্তনের ডাক দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন।
বিশাল ছক্কা হাঁকালে ছয়ের পরিবর্তে ১২ রান দেওয়া হোক। এই পরামর্শই তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
পিটারসেন লিখেছেন, ''আমি আগেও বলেছি আবারও বলছি। ১০০ মিটারের উপরে ছক্কা হাঁকালে ১২ রান যোগ করা উচিত। এই নিয়ম চালু হলে আরও ব্যাটার বিশাল ছক্কা মারার চেষ্টা করবে। আরও বিনোদন হবে।''
আরও পড়ুন: প্রেমে পড়েছিলেন কপিলও, কিন্তু বিয়ে করতে পারেননি এই বলিউড নায়িকাকে, কেন?
পিটারসেনের এহেন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভক্তদের মধ্যে। কেউ মনে করছেন, এর মধ্যে বাস্তবতা নেই। কেউ আবার পিটারসেনের এহেন মন্তব্যের মধ্যে সারবত্তা রয়েছে বলে মনে করেন। এক ভক্ত আবার পিটারসেনের কথার বিরোধিতা করে লিখেছেন, ''কোনও বোলার যদি মিডল স্টাম্প ছিটকে দেয় ব্যাটারের, তাহলে পরবর্তী ব্যাটারকেও আউট বলেই বিবেচনা করতে হবে। তাহলে আরও বোলারদের ইয়র্কার দিতে উৎসাহ জোগাবে।'' কেপি নিজের খেলোয়াড় জীবনে বড় ছক্কা মারতে দক্ষ ছিলেন। ম্যাকগ্রার ইয়র্কারে পড়ে গিয়ে পরের বলেই বাউন্ডারিতে পাঠিয়েছিলেন অজি কিংবদন্তি বোলারকে।

পিটারসেন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। একবার তিনি লিখেছিলেন, ''আমার কথা শুনে রেগে যাবেন না, ২০–২৫ বছর আগের তুলনায় এখন ব্যাটিং অনেক সহজ। তখন ব্যাটিং দ্বিগুণ কঠিন ছিল।''
সেই পোস্টেই কেপি লিখেছিলেন, ''ওয়াকার, শোয়েব, আক্রম, মুস্তাক, কুম্বলে, শ্রীনাথ, হরভজন, ডোনাল্ড, পোলক, ক্লুজনার, গফ, ম্যাকগ্রা, লি, ওয়ার্ন, গিলেস্পি, বন্ড, ভেট্টোরি, কেইর্নস, ভাস, মুরলী, কার্টলি, কোর্টনি এবং এই তালিকা কেবল লম্বাই হতে থাকবে...।''
তিনি আরও লিখেছিলেন, ''আমি যে ২২ জনের নাম বললাম। আধুনিক সময়ে আমাকে এমন ১০ জন বোলারের নাম বলুন, যাঁদের ওপরের নামগুলোর সঙ্গে তুলনা করা যায়।'' ইদানীং কালে বিশ্ব ক্রিকেটে ভাল মানের বোলারের অভাব। কেপি যেসব বোলারের নাম করেছেন, তাঁরা একেকজন পথিকৃৎ। যে কোনও সময় বল হাতে তাঁরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। শচীনের সঙ্গে ম্যাকগ্রা বা লারার সঙ্গে ম্যাকগ্রা দ্বৈরথ বা শেন ওয়ার্ন বনাম শচীনের ক্রিকেট যুদ্ধ ছিল দেখার মতো। ব্যাট ও বলের টক্কর সেই সময়ে দুর্দান্ত হত। তা ছিল দর্শনীয়। দর্শকরাও উপভোগ করতেন তা। ম্যাকগ্রা, শচীন, লারা অবসর নিয়েছেন অনেকদিন হল, কিন্তু ক্রিকেটপ্রেমীরা এখনও সেই সব দ্বৈরথের কথা বলেন।
পিটারসেন এমনই সব পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পিটারসেনের। সেটা ছিল ওয়ানডে। পরের বছর টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। ২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন পিটারসেন। তারও চার বছর পরে পেশাদার ক্রিকেট থেকে সরে যান। এহেন কেপি এবার ছক্কার পরিবর্তে ১২-র কথা বললেন। পিটারসেনের মতে, এই নিয়ম লাগু করা হলে ক্রিকেট হয়ে উঠবে আরও আকর্ষণীয়। অদূর ভবিষ্যতে এই ধরনের নিয়ম কি ক্রিকেটে চালু হবে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: পূজারা নাকি আগেই অবসর নিয়েছিলেন, তারকা ক্রিকেটারকে নিয়ে এল বিস্ফোরক পোস্ট, নিমেষে ভাইরাল ...
