আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে প্রোটিয়া ব্রিগেডের সামনে অস্ট্রেলিয়া। পারবে কি দক্ষিণ আফ্রিকা শেষ হাসি হাসতে?
চিরকালের চোকার্স বলে পরিচিত দক্ষিণ আফ্রিকা। আসল সময়ে প্রোটিয়া ব্রিগেড নিজেদের প্রয়োগ করতে না পেরে ডুবে যায় বড় টুর্নামেন্টে। এবার ফের বিশ্বসেরা হওয়ার সুযোগ প্রোটিয়াদের সামনে।
পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পরে এখন আসন্ন লড়াইয়ের জন্য নিজেদের তৈরি করছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। ফুটছে তাঁরা। মহারাজ বলছেন, '' আমাদের টেস্ট ইউনিটের দিকে যদি লক্ষ্য রাখা যায়, তাহলে দেখা যাবে আমাদের ফাইনালে যাওয়ার রাস্তাটা খুব কঠিন ছিল। কিন্তু গল হিসেবে আমরা ধারাবাহিকতা বজায় রেখেছি। ক্রিকেটীয় প্রেক্ষিতের দিক থেকে বিচার করলে আমরা অসাধারণ পারফরম্যান্স তুলে ধরেছি।''
ভারতের বিরুদ্ধে হার দিয়ে বছর শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তার পরে নিউ জিল্যান্ডের কাছেও হারতে হয়েছিল। এর পরে পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদে ড্র করে দক্ষিণ আফ্রিকা। আগস্টে ক্যারিবিয়ানদের হারানোর পরে আর ফিরে তাকাতে হয়নি। 
 
 মহারাজ আরও বলেন, ''মাঠের একতা,  ড্রেসিংরুমের মধ্যে বন্ধুত্ব এবং জেতার মানসিকতা আমাদের আলাদা করে তুলেছে। আমরা আগের থেকেও ভালভাবে এগিয়ে যাব এবং টেস্ট ফরম্যাটে শিরোপা তুলে ধরব।'' 
