আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না জশ ইংলিস ও অ্যাডাম জাম্পা। চোটের জন্য এক জনকে পাওয়া যাবে না ১৯ অক্টোবরের ম্যাচে। অন্য জন খেলতে পারবেন না ব্যক্তিগত কারণে। ফলে প্রথম একাদশের নিয়মিত পাঁচ ক্রিকেটারকে ছাড়াই ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু করতে হবে অস্ট্রেলিয়াকে। ফলে অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচের আগেই সুবিধা পেয়ে গেলেন শুভমান গিলরা।


প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন আগেই চোটের জন্য ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার চোটের জন্য নেই উইকেটরক্ষক–ব্যাটার জশ ইংলিস। সিরিজের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই এই দুই ক্রিকেটারের। ইংলিস সম্ভবত ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচেও খেলতে পারবেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পাও। তাঁর অবশ্য চোটের সমস্যা নেই। পারিবারিক কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে ছুটি নিয়েছেন জাম্পা।


চোটের জন্য ইংলিস খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে এখন শেফিল্ড শিল্ডে ব্যস্ত। ঘরোয়া এই প্রতিযোগিতাকে আসন্ন অ্যাশেজের প্রস্তুতি হিসাবে দেখছে অস্ট্রেলিয়া শিবির। তাই ক্যারেকে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলানোর কথা ভাবা হচ্ছে না। তাই এক দিনের সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে নিয়েছে জশ ফিলিপকে। আগ্রাসী ব্যাটার হিসাবেও পরিচিত তিনি। ম্যাক্সওয়েল চোট পাওয়ার পর ফিলিপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দলেও নেওয়া হয়েছিল। যদিও তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। দেশের হয়ে তিনটি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ফিলিপের। শেষ বার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২০২১ সালে।


এটা ঘটনা, অ্যাশেজের কথা মাথায় রেখে কামিন্স এবং গ্রিনকে ভারতের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজে খেলাতে চান না অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ম্যাচ খেলার মতো ফিট হয়ে গেলে তাঁদেরও শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে বলা হবে।