আজকাল ওয়েবডেস্ক: ভারত সফরে খেলতে এসে কেবল একটাই প্র্যাকটিস সেশন করেছে ইংল্যান্ড। আর প্র্যাকটিস না করায় বাটলাররা  ভুগেছেন গোটা সিরিজে। 

এবার প্রকাশ্যে এল আরও চমকপ্রদ তথ্য। ডাগ আউটে বসে ঘুমোতে দেখা গিয়েছে ইংল্যান্ডের তারকা বোলার জোফ্রা আর্চারকে। 

আহমেদাবাদের তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের পাহাড় প্রমাণ রানের চাপে পিষ্ট হয়েছে ইংল্যান্ড শিবির। ইংল্যান্ডের রান তাড়া করার সময়ে ডাগ আউটে বসে ঘুমোচ্ছিলেন আর্চার। 

প্রাধান্য রেখে ভারতের সিরিজ জয়ের পরে রবি শাস্ত্রী ও কেভিন পিটারসেন ইংল্যান্ড দলকে কাঠগড়ায় তুলেছেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রীতিমতো হতাশাজনক পারফরম্যান্স ইংল্যান্ডের। আইসিসি-র মেগা ইভেন্টের আগে বাটলারদের  দায়বদ্ধতার অভাব এবং গা ছাড়া মনোভাবকে একহাত নেন দুই প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী ও কেভিন পিটারসেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের তারকা ক্রিকেটাররা যেখানে ফর্মে ফেরার জন্য রীতিমতো মরিয়া ছিলেন, সেখানে ইংল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনই করেননি। এতটাই গা ছাড়া ভাব যে খেলা চলাকালীন ঘুমোতে শুরু করেন তারকা বোলার।  

?ref_src=twsrc%5Etfw">February 12, 2025

 

রবি শাস্ত্রী দাবি করেন একটাই প্র্যাকটিস সেশন করেছিল ইংল্যান্ড। আরেক সূত্র অনুযায়ী, দুটো প্র্যাকটিস সেশন করে ইংল্যান্ড। একটি টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে। আরেকটি ওয়ানডে সিরিজে। এত কম অনুশীলন করে উপমহাদেশে এসে ভাল পারফরম্যান্স তুলে ধরা যায় না। 

ধারাভাষ্য দেওয়ার সময়ে শাস্ত্রীকে বলতে শোনা গিয়েছিল,  ''আমি যা শুনেছি, তা হল এই সিরিজে ইংল্যান্ড মাত্র একটা প্র্যাকটিস সেশন করেছে। ওই বাইশ গজের জন্য নিজেকে যদি তৈরি না করো,তাহলে উন্নতি হবে কী করে?'' প্রশ্ন তুলেছেন শাস্ত্রী। 

ছেড়ে কথা বলেননি কেভিন পিটারসেনও। কেপিকে বলতে শোনা গিয়েছে, ''২ ঘণ্টা বিমান যাত্রা করে দুবাই থেকে এসেছে। টম ব্যানটন গলফ কোর্সে সময় কাটিয়েছে। ও ব্যাটিংই করেনি। তাহলে কী ভাবে খেলবে? ৬০ রানে এক উইকেট ছিল, তার পরে ৮০ রানে ২ উইকেট। তার পরে কী হল? কেউ স্পিন খেলতে পারেনি। তাহলে স্পিন বল খেলায় উন্নতি করবে কী করে?''

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের এই ভারত সফর কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি করে দিল। গোটা দল অনুশীলন করল না, খেলার মাঠে ঘুমিয়ে পড়লেন তারকা ক্রিকেটার।