আজকাল ওয়েবডেস্ক: টেস্টে দ্রুততম ১৩ হাজার রানের নজির গড়লেন জো রুট। তিনিই প্রথম ইংরেজ ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ১৩ হাজার রান করলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে এই নজির গড়লেন রুট।


এর আগে টেস্টে দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জাক কালিসের। তিনি ১৫৯ টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সেখানে রুট ১৩ হাজার রান করলেন ১৫৩ টেস্টে। তবে ইনিংসের বিচারে অনেক পিছিয়ে রুট।


আপাতত দ্রুততম ১৩ হাজার রান করার ক্ষেত্রে একে থাকলেন রুট। দুইয়ে কালিস। তিনে রাহুল দ্রাবিড় (‌১৬০ টেস্ট)‌, চারে রিকি পন্টিং (‌১৬২ টেস্ট)‌, পাঁচে শচীন তেন্ডুলকার (‌১৬৩ টেস্ট)‌।


ইনিংসের বিচারে দ্রুততম ১৩ হাজার রানের নজির শচীনের। লেগেছে ২৬৬ ইনিংস। দুইয়ে কালিস। নিয়েছেন ২৬৯ ইনিংস। তিনে রিকি পন্টিং (‌২৭৫ ইনিংস)‌, চারে রাহুল দ্রাবিড় (‌২৭৭ ইনিংস)‌, পাঁচে জো রুট (‌২৭৯ ইনিংস)‌।


টেস্টে ১৩ হাজার রান করার ফাঁকে রুটের রয়েছে ৩৬ শতরান ও ৬৫ অর্ধশতরান।


এদিকে, ২০ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ। রোহিত–বিরাটের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার কাছে এই সিরিজ চ্যালেঞ্জ। তার উপর জো রুট রয়েছেন ফর্মে। তাঁকে সামলানোই হবে বুমরাদের চ্যালেঞ্জ। 
 ‌