আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন‌ রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে এগিয়ে ছিলেন যশপ্রীত বুমরা। দৌড়ে ছিলেনই না শুভমন গিল। কিন্তু পঞ্চম টেস্টে তারকা পেসারের চোটে পট পরিবর্তন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর তিনদিন আগে বুমরা জানালেন, তিনি অধিনায়কত্বের প্রস্তাব প্রত্যাখান করেন। তারপরই নেতৃত্বের দায়িত্ব পান শুভমন গিল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই নাকি তিনি এত বড় দায়িত্ব নিতে চাননি। তার বদলে নিজের বোলিংয়ে ফোকাস করতে চান। আইপিএল চলাকালীন বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসেন বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্টেই তাঁকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে আলোচনা হয়। 

একটি সাক্ষাৎকারে বুমরা বলেন, 'রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার আগে, আইপিএল চলাকালীন আমি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়। আমার চিকিৎসক, ফিজিওদের সঙ্গে কথা বলি। তারপর বুঝতে পারি, ভেবেচিন্তে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। তারপর আমি বিসিসিআইকে জানাই আমি অধিনায়ক হতে চাই না। কারণ আমি পাঁচটা টেস্ট খেলতে পারব না। বোর্ড আমাকে অধিনায়ক হিসেবে ভাবছিল। কিন্তু আমি না করে দিই। কারণ আমি তিনটে টেস্টে নেতৃত্ব দেব, বাকি দুটো টেস্টে অন্য কেউ অধিনায়কত্ব করবে, এটা দলের জন্য ঠিক নয়।' বুমরার‌ সিদ্ধান্তের পরই গিলকে টেস্ট অধিনায়ক ঘোষণা করা হয়। আসন্ন ইংল্যান্ড সিরিজে তিনটে টেস্টে খেলতে দেখা যাবে টিম ইন্ডিয়ার তারকা পেসারকে। শুক্রবার লিডসে শুরু প্রথম টেস্ট।