আজকাল ওয়েবডেস্ক: সময়টা সত্যিই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর এবার টেস্ট ব়্যাঙ্কিংয়েও অনেকটা নীচে নেমে গেলেন তারকা ক্রিকেটার। টেস্টে ব্যাটারদের তালিকায় কোহলির বিশ্বব়্যাঙ্কিং ২৭। গত ১২ বছরে যা সবচেয়ে খারাপ। এর আগে ২০১২ সালে ৩৬ নম্বরে ছিলেন কোহলি। তখন টেস্ট ক্রিকেটে তাঁর বয়স ছিল সবে এক বছর। সেই একবারই টেস্টে প্রথম ২৫ ব্যাটারের বাইরে ছিলেন বিরাট। তারপর থেকে ব়্যাঙ্কিংয়ে কখনও এতটা নীচে নামেননি তারকা ক্রিকেটার। কিন্তু অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার খেসারত দিতে হল।
অন্যদিকে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে একনম্বর স্থান ধরে রাখলেন যশপ্রীত বুমরা। কেরিয়ার সেরা ৯০৮ রেটিং পয়েন্ট ভারতীয় পেসারের। পিঠের চোটের জন্য সিডনিতে দ্বিতীয় ইনিংসে বল করতে না পারলেও, গোটা সিরিজের পারফরম্যান্সের বিচারে প্যাট কামিন্সের থেকে এগিয়ে থাকলেন বুমরা। শেষ টেস্টে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে দ্বিতীয় স্থানে উঠে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। বুমরার ধারাবাহিকতা ভারতীয় বোলারদের জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে দল হারলেও টেবিলের মগডালে নিজের জায়গা ধরে রাখেন তারকা পেসার।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ বলে ৬১ রান ঋষভ পন্থকে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে দিল। টেস্ট ব্যাটারদের তালিকায় ৯ নম্বরে উঠে এলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। স্কট বোল্যান্ডের সঙ্গে বোলারদের মধ্যে ন'নম্বরে থাকলেও অলরাউন্ডারদের তালিকায় একনম্বর জায়গা নিজের দখলে রাখেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে ২৯ ধাপ ওপরে উঠে প্রথম দশে ঢুকে পড়লেন অজি পেসার। এই উত্থানে নজির সৃষ্টি করেন বোল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। অলরাউন্ডারদের তালিকায় এগোলেন মার্কো জ্যানসেন। দ্বিতীয় স্থানে উঠে আসেন প্রোটিয়া অলরাউন্ডার। জোড়া অর্ধশতরানের পর ক্রমতালিকায় এগোন বাবর আজমও। টেস্ট ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে উঠে এলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
