আজকাল ওয়েবডেস্ক:‌ লিডস টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন বুমরা। পেতে পারতেন নয় উইকেট। ফিল্ডাররা ক্যাচ না ফস্কালে। এদিকে, ইংল্যান্ড ইনিংস শেষে ৫ উইকেট নেওয়া বলটি সংগ্রহ করেন জসপ্রীত বুমরা। আর সেই বলটি উপহার দেন বিশেষ একজনকে।


৮৩ রানে ৫ উইকেট নেওয়া বলটি বুমরা উপহার দিয়েছেন ছেলে অঙ্গদকে। বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে একটি শিশুর হাতে ধরা লাল রঙের ক্রিকেট বল। তাতে প্রথম ইনিংসে বুমরার পরিসংখ্যান লেখা। ছবির সঙ্গে সঞ্জনা লিখেছেন, ‘বাবার ফাইফার বল হাতে অঙ্গদ জসপ্রীত বুমরা।’ তা থেকেই বোঝা গিয়েছে ৫ উইকেট নেওয়া বলটি ছেলেকে উপহার দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। সঞ্জনার পোস্ট ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। উল্লেখ্য, এই নিয়ে ১৪ বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।


প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে এখনও পর্যন্ত বুমরাই ভারতের সফলতম বোলার। তিনিই একমাত্র ইংরেজ বোলারদের সমস্যায় ফেলেছিলেন। কৃষ্ণা বা সিরাজ উইকেট পেলেও সেই ভয় ধরাতে পারেননি ইংরেজ ব্যাটারদের মনে। বর্ডার–গাভাসকার ট্রফির শেষ টেস্টে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বুমরা। ফিরেছেন আইপিএলে। আর এবার ইংল্যান্ডে প্রথম টেস্টেই আগুন ঝরালেন তিনি।