আজকাল ওয়েবডেস্ক: বুমরাকে সরিয়ে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে চলে এলেন কাগিসো রাবাদা। বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর রাবাদা চলে এসেছেন শীর্ষে। মিরপুর টেস্টে সাত উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। পাশাপাশি টেস্টে ৩০০ উইকেটও এখন তাঁর নামের পাশে। আর বুমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একটিও উইকেট বুমরা। ফলে শীর্ষস্থান থেকে একেবারে নেমে গিয়েছেন তিনে। দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলেউড।
অশ্বিনও দুই ধাপ নেমে চলে গিয়েছেন চারে। আর পাঁচে রয়েছেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সবচেয়ে বড় চমক পাক স্পিনার নোমান আলি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দুরন্ত বোলিংয়ের তিনি প্রথম দশে ঢুকে পড়েছেন।
আর ব্যাটারদের তালিকায় তিনে চলে এসেছেন তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণে টেস্টে ৩০ ও ৭৭ রানের সুবাদে যশস্বী উঠে এলেন তিনে। তবে পন্থ ও বিরাট র্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে চলে গিয়েছেন। পন্থ পাঁচ ধাপ নেমে রয়েছেন ১১ নম্বরে। আর কোহলি ছয় ধাপ নেমে রয়েছেন ১৪ নম্বরে। তবে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় প্রথ দুটো নাম ভারতের জাদেজা ও অশ্বিন। আর তিনে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
