আজকাল ওয়েবডেস্ক: সিংহাসন ধরে রাখলেন। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে একনম্বরেই যশপ্রীত বুমরা। অলরাউন্ডারদের মধ্যে একনম্বরে রবীন্দ্র জাদেজা। বুধবার নতুন আইসিসি ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। পঞ্চম টেস্টের আগে ৯০৭ রেটিং নিয়ে ভারতীয় বোলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান বুমরা। ছাপিয়ে যান রবিচন্দ্রন অশ্বিনকে। বর্তমানে ৯০৮ পয়েন্ট তারকা পেসারের। কেরিয়ার সেরা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে প্যাট কামিন্স (৮৪১) এবং কাগিসো রাবাডা (৮৩৭)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ছয় উইকেট নিয়ে প্রথম দশে ঢুকে পড়লেন পাকিস্তানের নোমান আলি। সেরা দশ অলরাউন্ডারদের তালিকায় কোনও পরিবর্তন হয়নি। একনম্বর স্থান জাদেজার দখলে। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন। তৃতীয় স্থানে বাংলাদেশের মেহদী হাসান।
বর্ডার-গাভাসকর ট্রফিতে দারুণ ছন্দে ছিলেন বুমরা। পারথে তাঁর নেতৃত্বে একমাত্র টেস্ট জেতে ভারত। পিঠের চোটের জন্য সিডনিতে দ্বিতীয় ইনিংসে বল করতে না পারলেও, গোটা সিরিজের পারফরম্যান্সের বিচারে প্যাট কামিন্সকে পেছনে ফেলে এগিয়ে যান বুমরা। বুমরার ধারাবাহিকতা ভারতীয় বোলারদের জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে দল হারলেও টেবিলের মগডালে নিজের জায়গা ধরে রাখেন তারকা পেসার। কদিন আগেই আইসিসির মাসের সেরা ক্রিকেটার মনোনীত হন ভারতীয় পেসার। ডিসেম্বরের পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয় বুমরাকে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনকে হারিয়ে এই খেতাব নিজের দখলে নেন তারকা পেসার।
