আজকাল ওয়েবডেস্ক: সবার আগে, প্রথম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ছাড়পত্র জোগাড় করে নিল জাপান। এশিয়ান পর্বের বাছাইপর্বে বৃহস্পতিবার বাহারিনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার পাসপোর্ট জোগাড় করে নিল জাপান।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের বল গড়াবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। আয়োজক দেশ হিসেবে এই তিনটি দল ছাড়া জাপানই প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।
 
 উল্লেখ্য, আয়োজক দেশগুলোকে  বিশ্বকাপের বাছাই পর্বে নামতে হয় না। ৪৮টি দল খেলবে  ২০২৬ বিশ্বকাপে। এশিয়া থেকে অংশ নেবে ৮টি দল। 
মহাদেশীয় প্লে-অফ জিতে বিশ্বকাপের ছাড়পত্র জোগাড় করবে একটি দেশ। সি-গ্রুপে ছিল জাপান। প্রথম ছ'টি ম্যাচ থেকে ১৬ পয়েন্ট ঝুলিতে নিয়ে জাপান অনেকটাই এগিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সাইতামা স্টেডিয়ামে বাহারিনকে হারিয়ে বাকি কাজটা করল জাপান। গ্রুপ শীর্ষে জাপান।
ম্যাচের ৬৬ মিনিটে দিয়াচি কামাদা এবং ৮৭ মিনিটে তাকেফুসা কুবো জাপানের হয়ে গোল দু'টি করেন। বাহরনিকে হারিয়ে জাপানের সংগ্রহ এখন ৭ ম্যাচে ১৯ পয়েন্ট।
