আজকাল ওয়েবডেস্ক: গত বছর ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তবে নতুন বছরে ফের ক্রিকেটে ফেরার কথা জানালেন তিনি। জানা গিয়েছে, কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের আগামী মরশুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। গত ২৩ বছর ধরে কাউন্টি ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন জিমি। গত বছর ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অ্যান্ডারসন প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেননি। তবে তিনি ইংল্যান্ড দলের বোলিং পরামর্শক হিসেবে তাঁর ভূমিকা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরের সময়ও দলের সঙ্গে ছিলেন তিনি।

 

২০০২ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক করা অ্যান্ডারসন শেষবারের মত ক্লাবটির হয়ে আগামী মরশুমে খেলবেন বলে জানা গিয়েছে। ২০২৫ সালে অ্যান্ডারসন সব ফরম্যাটে এমনকি টি-টোয়েন্টিতেও ফেরার ইঙ্গিত দিয়েছেন। এক রিপোর্টে বলা হয়েছে, ‘অ্যান্ডারসন খেলার পাশাপাশি ইংল্যান্ড টেস্ট দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন’। গত বছর ভক্তদের কার্যত হতবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন জিমি। এবার ল্যাঙ্কাশায়ারের হয়ে তাঁর প্রত্যাবর্তন দলকে শুধু শক্তিশালী করবে না, বরং ঘরোয়া প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।

 

দেশের তরুণ ব্যাটাররাও ক্রিকেটের অন্যতম সেরা পেসারের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে থাকবেন। ল্যাঙ্কাশায়ারের ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওল্ড ট্র্যাফোর্ডে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হবে নর্থ্যাম্পটনশায়ারের। জেমস অ্যান্ডারসনের অসাধারণ টেস্ট কেরিয়ার শেষ হয়েছিল লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২৬.৪৫ গড়ে ৭০৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ৩২ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে নাম দিলেও কোনও দল তাকে কেনেনি। ২০১৯ সালের পর সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি অ্যান্ডারসনকে। ২০১৪ সালে শেষ টি-টোয়ন্টি খেলেছিলেন তিনি।