আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সঙ্গে জুড়ে গিয়েছে শচীন তেণ্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নাম।  
ক্রিকেটবিশ্বের বাকিদের মতোই জেমস অ্যান্ডরসনও মাস্টার ব্লাস্টারের ভক্ত। 

তেণ্ডুলকরের সঙ্গে নাম জোড়ায় তিনি গর্বিত। ভারত-ইংল্যান্ড সিরিজের নামের সঙ্গে আগে জুড়ে গিয়েছিল ইফতিকার আল খান পতৌদি ও মনসুর আলি খান পতৌদির নাম। এবার থেকে নাম বদলে হচ্ছে 'অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি।'

লর্ডসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন কোনও এক সময়ে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করবেন শচীন ও অ্যান্ডারসন। 

ইংল্যান্ডের কিংবদন্তি বোলারকে বলতে শোনা গিয়েছে, ''এটা দারুণ সম্মানের। এখনও পর্যন্ত বিশ্বাসই হচ্ছে না আমার। শচীনকে আমরা দারুণ সমীহ করতাম। যদিও শচীনের বয়স নিয়ে খোঁচা দিতে চাই না।'' 

ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তি শচীন। মাস্টার ব্লাস্টারের সঙ্গে খেলেছেন অ্যান্ডারসনও। এই ট্রফি সেই কারণে ইংল্যান্ডের বোলারের কাছে গর্বের ব্যাপার। অ্যান্ডারসন অবশ্য টেস্ট কেরিয়ারে সবথেকে সফল হয়েছেন ভারতের বিরুদ্ধেই। ভারতের বিরুদ্ধে অ্যান্ডারসন ৩৯টি টেস্ট থেকে নেন ১৪৯ উইকেট। 

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের কিংবদন্তি বোলারের অভিজ্ঞতা ভালমন্দে মেশানো। ২০০৫-০৬ মরশুমে মুম্বইয়ে স্মরণীয় জয়ে অ্যান্ডারসনের বড় ভূমিকা ছিল। ভারত সফরে কঠিন সময় গিয়েছে অ্যান্ডারসনের। ভারতের বিরুদ্ধে পাঁচবার সিরিজ হারের স্বাদও পান তিনি। তার মধ্যে চারটিই ভারত সফরে এসে। অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির লড়াই শুরু ২০ জুন।