আজকাল ওয়েবডেস্ক: নাইটহুড সম্মান পাচ্ছেন জেমস অ্যান্ডারসন। ২১ বছর ইংল্যান্ড ক্রিকেটের সেবা করে গিয়েছেন এই ডানহাতি পেসার। তারই স্বীকৃতিস্বরূপ পাচ্ছেন এই সম্মান।
অ্যান্ডারসনের নাম ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক নাইটহুড উপাধির জন্য সুপারিশ করে গিয়েছিলেন। ৪২ বছরের অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট (টেস্ট) থেকে অবসর নেন ২০২৪ সালে। ৭০৪ উইকেট রয়েছে টেস্টে। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক তিনিই। আর কোনও জোরে বোলার এত উইকেট পাননি টেস্টে।
ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৮৮ টেস্ট। ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ২০০৩ সালের মে মাসে লর্ডসেই টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। প্রতিপক্ষ ছিল জিম্বাবোয়ে।
তবে ২০১৫ সালের পর ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট আর খেলেননি অ্যান্ডারসন। একদিনের ক্রিকেটে ২৬৯ উইকেট রয়েছে তাঁর। দেশের জার্সিতে এই ফর্মাটেও সর্বাধিক উইকেটের মালিক তিনিই। আর টি২০ আন্তর্জাতিকে রয়েছে ১৮ উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে নিয়েছেন ৯৯১ উইকেট।
অবসর নিলেও খেলার মধ্যেই থাকতে চান অ্যান্ডারসন। চোট সারিয়ে ল্যাঙ্কাশায়ারের হয়ে আসন্ন মরসুমে কাউন্টি খেলতে চান তিনি। ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন বলেছেন, ‘অভিনন্দন স্যর জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ডের এক জন কিংবদন্তির জন্য যথার্থই এই সম্মান। জিমি ইংল্যান্ড ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে।’
ক্রিকেট কেরিয়ারে অনেক স্মরণীয় জয় পেয়েছেন জিমি। চারবার অ্যাশেজ জিতেছেন। শচীন তেন্ডুলকারের (২০০) পর সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন অ্যান্ডারসনই।
অ্যান্ডারসনের আগে নাইটহুড উপাধি পেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, ইয়ান বথাম, জিওফ্রে বয়কটের মত কিংবদন্তিরা।
