আজকাল ওয়েবডেস্ক: নিজের তৃতীয় ওভারেই একটি উইকেট। পঞ্চম ওভারে আরেকটি। পাঁচ ওভারের স্পেলে দুই ওপেনারকেই যেন বলে দিলেন, ''বাপি বাড়ি যা।''
মন্থর পিচেও পেস বোলিং প্রাণ পেল। কয়েকদিন পরেই জেমস অ্যান্ডারসনের যে ছুঁয়ে ফেলবেন ৪৩। তাঁকে দেখে কে বলবে তা! ১০ মাসেরও বেশি সময় পরে খেলতে নেমেও জেমস অ্যান্ডারসন যে রয়েছেন জেমস অ্যান্ডারসনেই।
গতবছরের জুলাইয়ের পর মাঠে ফিরলেন। মাঠে ফিরেই তিনি যেন প্রমাণ করলেন বয়স কেবল একটা সংখ্যামাত্র। এর বেশি কিছু নয়।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম স্পেলে ফেরালেন দুই ওপেনারকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা এখন ১, ১২৮।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লর্ডসে টেস্ট কেরিয়ারে সমাপ্তি ঘোষণা করেছিলেন অ্যান্ডারসন। ৭০৪টি উইকেট নিয়ে থেমেছিলেন তিনি।
গত জানুয়ারিতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেন তিনি।
পাঁচ ওভারের স্পেলের পর অ্যান্ডারসনকে আর বোলিংয়ে দেখা যায়নি। কিন্তু প্রথম স্পেলেই অ্যান্ডারসন দেখিয়ে দেন তিনি এখনও ফুরিয়ে যাননি।
