আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় বলেই উইকেট। পরে এক ওভারে আরও দুই উইকেট। ভাইটালিটি ব্লাস্টে আরও একটি ম্যাচে তিন উইকেট নিলেন অ্যান্ডারসন। কে বলবেন ৪২-এর জেমস অ্যান্ডারসন টি-টোয়েন্টিতে ফিরেছেন প্রায় ১১ বছর পরে!

ল্যাঙ্কাশায়ারের হয়ে এখনও পর্যন্ত চার ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১০ উইকেট নিয়েছেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার অ্যান্ডারসন। চার ম্যাচের তিনটিতে নিয়েছেন তিনটি করে উইকেট। প্রতিটি ম্যাচেই পাওয়ার প্লেতে বোলিং করেছেন তিন ওভার।

উস্টারশায়ারের বিরুদ্ধে ল্যাঙ্কাশায়ারের ৭ উইকেটে জয়ের ম্যাচে চার ওভারে অ্যান্ডারসনের শিকার ৩২ রানে ৩ উইকেট। ম্যাচের দ্বিতীয় বলে প্রতিপক্ষের অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরাকে ফিরিয়ে শুরু করেন অ্যান্ডারসন। পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে ২৭ রানে ওই একটি উইকেটই নেন তিনি। 
১৬-তম ওভারে নিজের কোটার শেষ ওভার করেন। ৫ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। 

উস্টারশায়ারকে ১৪৩ রানে মুড়িয়ে দিয়ে ১৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ল্যাঙ্কাশায়ার। ১ জুন চেস্টার-লি-স্ট্রিটে ডারহামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অ্যান্ডারসন টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন ৩ হাজার ৯৩৫ দিন পর। চার ওভারে স্রেফ ১৭ রানে নেন ৩ উইকেট।

পরের ম্যাচে লেস্টারশায়ারের বিরুদ্ধে ২৩ রানের বিনিময়ে নেন একটি উইকেট। পরের ম্যাচেও তিনটি উইকেট। কে বলবে তাঁর খেলোয়াড়ি জীবন শেষ! এই চল্লিশ অতিক্রম করেও ছুটে চলেছেন অ্যান্ডারসন।