আজকাল ওয়েবডেস্ক: ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৭ উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিন ভারতীয় অফস্পিনারকে ধরে ফেলেন মিচেল স্যান্টনার। ভারতের ব্যাটিং লাইন আপে ধস নামান। নেন সাত উইকেট। টেস্টে এটাই তাঁর সেরা বোলিং। ২৯ টেস্টে প্রথম পাঁচ উইকেট স্যান্টনারের। কিউয়ি স্পিনারের দাপটে ১৫৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। প্রথম ইনিংসের শেষে ১০৩ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে সেই লিড বেড়ে হয় ৩০১ রান। স্যান্টনারের সাত উইকেটের মধ্যে ছিল বিরাট কোহলির উইকেটও। ফুলটস বল লাইনের আড়াআড়িভাবে খেলতে গিয়ে নিজের উইকেট হারান তারকা ক্রিকেটার। যা একেবারই বিরাটসুলভ নয়। বলের লাইন মিস করেন। ঘরের মাঠে স্পিনের বিরুদ্ধে তাঁর দুর্বলতা আরও প্রকট হয়। যা দেখে অবাক হয়ে যান খোদ কিউয়ি বোলার। স্যান্টনার বলেন, 'কোহলিকে ওইভাবে আউট হতে দেখে আমি অবাক হয়ে যাই। স্লো বল ছিল। গতিতে পরিবর্তন পার্থক্য গড়ে দিয়েছে।'
সম্প্রচারকারী চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় নিউজিল্যান্ডের স্পিনার জানান, ওয়াশিংটনের পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা নেন তিনি। স্যান্টনার বলেন, 'আমি বল অ্যাঙ্গেলে রাখতে চেয়েছিলাম। বৈচিত্র আনার চেষ্টা করি। ওয়াশিকে সেটা করতে দেখে ভাল লেগেছিল। তাই অনুসরণ করি। তাতে সঠিক গতি দিতে পেরেছি। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাতে পরিবর্তন আনি। গতি ৯০ এর আশেপাশে রাখতে চেয়েছিলাম। তাতেই সাফল্য এসেছে।' মধ্যাহ্নভোজের বিরতিতে ৭ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১০৭। পজিটিভ শুরুর পর, মাত্র ৫৩ রানে ৬ উইকেট হারায় ভারত। লাঞ্চের পর রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ এবং যশপ্রীত বুমরাকে ফিরিয়ে দেন স্যান্টনার। পুনেতে স্পিন সহায়ক পিচ পেয়ে খুশি কিউয়ি বোলার। কারণ নিজেদের দেশে সাধারণত এরকম উইকেট হয় না। ভারতের মাটিতে টেস্ট জয়ের দোরগোড়ায় থাকতে পেরে খুশি স্যান্টনার। এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চান না নিউজিল্যান্ডের অলরাউন্ডার।
