আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিও ক্যাচ ফেলেন? রাজস্থান রয়্য়ালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটল।
কোহলি ক্যাচ ছাড়ায় জীবন ফিরে পেলেন ধ্রুব জুড়েল। সুয়াশ শর্মার বল ধ্রুব জুড়েল লং অফে তুলে মারেন। বিরাট কোহলি দাঁড়িয়ে ছিলেন সেখানেই। সহজ ক্যাচ ছিল বিরাট কোহলির জন্য। তাঁকে বিশেষ নড়াচড়াও করতে হত না।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কোহলির হাত থেকে ফস্কে গেল ক্যাচ। ধ্রুব জুড়েলের ক্যাচ ফেলায় এক রান নেন তিনি। হতাশায়-ক্ষোভে বল ছুড়ে মারেন কোহলি।
ধ্রুব জুড়েল শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ৩৫ রানে। ২৩ বলে তিনি এই রান করেন। ২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন তিনি। ধ্রুব জুড়েল ছাড়া যশস্বী জয়সওয়াল ৪৭ বলে ৭৫ রানের ইনিংস খেলায় রাজস্থান করে ৪ উইকেটে ১৭৩ রান।
