আজকাল ওয়েবডেস্ক: চিয়ারলিডার থেকে ঘরের বউ। কুইন্টন ডি কক ও তাঁর  স্ত্রী সাশা হার্লির প্রেম কাহিনি হার মানায় প্রেমের গল্পকেও। 

সাশা হার্লি একজন চিয়ারিডার ছিলেন। আপিএলের দুনিয়ায় এই চিয়ারলিডাররা অন্য এক মাত্রা সংযোজন করেছেন। মাঠের ধারে দাঁড়িয়ে তাঁদের নাচ দৃষ্টি আকর্ষণ করে ক্রিকেটারদেরও। কারও সঙ্গে সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়ি পর্যন্ত।  

কইন্টন ডি কক ও  সাশার প্রেমকাহিনি সেরকমই। ২০১২ সালে সাশার সঙ্গে প্রথম সাক্ষাৎ কুইন্টন ডি ককের। তাও আবার ক্রিকেট মাঠে। 

২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে হাইভেল্ড লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন  দু'জনের  প্রথম সাক্ষাৎ। ক্রমে সেই পরিচয় থেকেই হয় প্রেম। প্রেম ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। তিন বছর ধরে তাঁরা ডেটিং করেন। ২০১৬ সালে কুইন্টন-সাশার বিয়ে হয়। 

বিয়ের পর থেকে সাশাকে আর চিয়ারলিডার হিসেবে মাঠে দেখা যায়নি। আইপিএল চলাকালীন কুইন্টন ডি কক একবার সবাইকে অবাক করে দিয়ে বলেছেন, "আমি বাড়িতে রান্নাঘরেই থাকি। আমার স্ত্রী রিল্যাক্স করে। আমিই সব রান্না করি।" এতেই বোঝা যায় প্রোটিয়া  ক্রিকেটার তাঁর স্ত্রীকে কতটা ভালবাসেন। 

২০২২ সালে কুইন্টন ডি কক ও সাশার সংসারে আসে কন্যা  কিয়ারা। তাঁদের এখন সুখের সংসার।