আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার সুন্দরী কাব্য মারান। সানরাইজার্সের খেলার সময়ে মাঠে উপস্থিত থাকেন। দলের দ্বাদশ ব্যক্তি তিনি। তাঁর উপস্থিতি খেলোয়াড়দের সেরাটা বের করে নেয়।
এহেন কাব্য মারানকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে, সম্পর্কে জড়়িয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সুন্দরী কর্ণধার। কিন্তু কার সঙ্গে?
এই মুহূর্তে দেশের সবচেয়ে দামি গায়ক ও কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দ্র। তাঁর সঙ্গে কাব্য মারান ডেট করছেন বলেই খবর। অনিরুদ্ধ রবিচন্দ্র ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর আয় সবথেকে বেশি বলেই খবর। অ্যালবাম প্রতি অনিরুদ্ধ নাকি প্রায় ১০ কোটি টাকা আয় করেন। ভক্তদের দাবি অনিরুদ্ধ নাকি ছাপিয়ে গিয়েছেন এআর রহমানকেও।
তামিল, তেলেগু ছবিতে কাজ করেন তিনি। হিন্দি ছবিতেও অনিরুদ্ধের আবির্ভাব ঘটেছে। শাহরুখ খানের ছবি 'জওয়ান'-এর মাধ্যমেই বলিউডে কাজ শুরু করেন অনিরুদ্ধ। তবে 'লিও', 'জেলার'-এর মতো ছবিতে পারিশ্রমিক কমিয়ে ৮ কোটি করেন অনিরুদ্ধ। সেই অনিরুদ্ধের সঙ্গে নাকি ডেট করছেন হায়দরাবাদের মালকিন। সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, শত্রুর প্রেমে মজে কাব্য।
চেন্নাই সুপার কিংসের থিম সংয়ের কম্পোজার অনিরুদ্ধ। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে তিনি চিপকে পারফর্ম করেন। ক্রিকেট মাঠে চেন্নাই কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কঠিন প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী দলের ভক্ত-সমর্থক অনিরুদ্ধের সঙ্গে কাব্য ডেট করছেন বলেই জল্পনা।
যদিও অনিরুদ্ধর দল এই ডেটিংয়ের খবর স্বীকার করেননি। কাব্য মারান নিজেও এবিষয়ে কোনও মন্তব্য করেননি। তাঁকে নিয়ে কৌতূহলী ভক্তরা। তাঁদের নিয়ে চলছে চর্চা।
