আজকাল ওয়েবডেস্ক: সময়টা একদমই ভাল যাচ্ছে না রোহিত শর্মার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট বোবা থেকে গিয়েছে। 

কেকেআরের বিরুদ্ধে ১২ বলে ১৩ রান করেন রোহিত। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান পাননি মুম্বই তারকা। খাতা না খুলেই ফিরতে হয়েছিল তাঁকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৮ রানে ফিরতে হয় তাঁকে। মহম্মদ সিরাজের বিষাক্ত ডেলিভারি রোহিতের স্টাম্প নাড়িয়ে দেয়। 

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত ব্যর্থ হওয়ার পরে মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানির সঙ্গে গভীর আলোচনায় মগ্ন ছিলেন রোহিত। নীতা আম্বানি ও হিটম্যানের কথোপকথনের ভিডিও ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুই ব্যক্তিত্বের মধ্যে কি আলোচনা হচ্ছিল, তা নিয়ে চর্চা শুরু হয় ভক্তদের মধ্যে। রোহিতের খারাপ ফর্ম নিয়ে কি আলোচনা করছেন নীতা? নাকি অন্য বিষয় নিয়ে দু' জনের মধ্যে কথা হচ্ছিল? কী নিয়ে কথা হচ্ছিল তা অবশ্য পরিষ্কার নয়। মুম্বই ইন্ডিয়ান্স প্রথম জয় পেয়েছে ওয়াংখেড়েতে। চলতি আইপিএলে কীভাবে আরও উন্নতি করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স, সেই বিষয়েও আলোচনা হতে পারে রোহিত ও নীতা আম্বানির।

মুম্বইয়ের এই জয়ের পরেও রোহিতের ফর্ম কিন্তু মাথাব্যথার কারণ দলের জন্য। হিটম্যান ফর্মে ফিরলে তা দলের জন্য ভাল। কারণ মুম্বইয়ের তারকা ক্রিকেটার একবার চলতে শুরু করলে তিনি বিপজ্জনক হয়ে ওঠেন। তিনটি ম্যাচ হয়ে গিয়েছে মুম্বইয়ের। রোহিতের ব্যাট থেকে ঝোড়ো ইনিংস দেখা যায়নি। ভক্তরা মনে করছেন, আইপিএলের এখনও ঢের দেরি। রোহিতের ব্যাট ঠিক কথা বলবে।