আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গুজরাট টাইটান্সের তারকা স্পিনার রশিদ খান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩ ওভারে ৫০ রান দেন আফগান তারকা। 

রশিদ খানকে বলতে শোনা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমার বোলিং যদি দেখেন, তাহলে বলবো আমার চল্লিশ শতাংশও বোলিং করিনি। আমার লাইন ও লেন্থ একদমই ভাল ছিল না।'' 
 প্রথম ওভারে রশিদ খান দেন ১৫ রান। পরের ওভারে ১৪ রান দেওয়ার পরে তৃতীয় ওভারে দেন ২৯ রান। ৪৭২ ম্যাচের কেরিয়ারে এমন বোলিং আগে কখনও করেননি রশিদ। 

এবারের আইপিএলে একবারেই চেনা ছন্দে ধরা দেননি রশিদ খান। সানরাইজার্সের বিরুদ্ধে সব কিছুকে বুঝি ছাপিয়ে গেলেন। গতবারের আইপিএলে গুজরাটের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১.৪ ওভারে ২৫ রান দিয়েছিলেন। 

২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৪ রান দিয়েছিলেন তিনি। পরবর্তী ম্যাচে তিনি ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করবেন  বলে জানিয়েছেন।