আজকাল ওয়েবডেস্ক: দেশে বাড়ছে কোভিড আতঙ্ক। এক মাসে নতুন করে ১৮২ জন কোভিড-১৯ আক্রান্তের হদিশ মিলেছে। তারপরেই তড়িঘড়ি জনসাধারণকে মাস্ক পরতে অনুরোধ করল কেরল সরকার।  

কোভিড আতঙ্কের আবহে মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি কিন্তু দৃষ্টান্ত তৈরি করলেন। বুধবার দিল্লি ক্যাপিটালস ছিটকে গিয়েছে আইপিএল থেকে। মুম্বই ইন্ডিয়ান্স প্রাধান্য দেখিয়ে হারিয়েছে দিল্লিকে। 

 

?ref_src=twsrc%5Etfw">May 21, 2025

খেলার শেষে মুম্বইয়ের ক্রিকেটাররা করমর্দন করেন মুম্বইয়ের মালকিন নীতা আম্বানির সঙ্গে। করমর্দন করার আগে নীতা আম্বানিকে দেখা যায় বুমরাহর হাতে স্যানিটাইজার ঢেলে দিচ্ছেন। পরে করণ শর্মার হাতেও স্যানিটাইজার ঢেলে দেন নীতা আম্বানি। হাত স্যানিটাইজড করার পরই ক্রিকেটাররা হাত মেলান নীতা আম্বানির সঙ্গে। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।