আজকাল ওয়েবডেস্ক: নিলামে কেউ তাঁকে নেয়নি। তাঁর প্রতি আগ্রহও দেখায়নি। ভারত–পাকিস্তান সংঘাতের পরে ভাগ্য ঘুরে গেল তাঁর। চলতি আইপিএলে বাংলাদেশের কোনও প্রতিনিধি ছিলেন না। কিন্তু দুই প্রতিবেশি দেশের সংঘাতের আবহে দল পেয়ে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আইপিএলে তাঁর এখন ঠিকানা দিল্লি। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে এদিন জানানো হয়েছে, তারা মুস্তাফিজুরকে ৬ কোটি টাকায় দলে নিয়েছে। নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে গিয়েছেন। তাঁর পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য নেওয়া হল বাংলাদেশের তারকা বোলারকে।
Heading to UAE to play against them. Keep me in your prayers. pic.twitter.com/dI7DHTfj73
— Mustafizur Rahman (@Mustafiz90)Tweet by @Mustafiz90
কিন্তু তাঁকে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন মুস্তাফিজুর?
দিল্লির তরফ থেকে যেদিন মুস্তাফিজের আইপিএলে যোগ দেওয়ার ঘোষণা এল, সেদিন রাতেই জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে যাচ্ছেন মুস্তাফিজুর। শারজায় ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। মুস্তাফিজুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, ''সংযুক্ত আরব আমিরশাহি চললাম ওদের বিরুদ্ধে খেলতে। আমার জন্য প্রার্থনা করবেন।'' এই পোস্ট নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা। মুস্তাফিজুরের প্রতিনিধিত্ব নিয়ে উঠছে প্রশ্ন।
আইপিএলে দিল্লির শেষ তিনটি ম্যাচ চলতি মাসের ১৮,২১ ও ২৪ তারিখ। আমিরশাহিতে জাতীয় দলের হয়ে মুস্তাফিজ খেলতে নামলে দিল্লির জার্সিতে ১৮ তারিখ তাঁর নামা হচ্ছে না।
১৯ মে-র পরে বিসিবি-র কাছ থেকে এনওসি নিয়ে আইপিএল খেলতে পারেন মুস্তাফিজ।
তবে এবারের সংস্করণে খুব বেশি ম্যাচ মুস্তাফিজুর খেলতে পারবেন না দিল্লির হয়ে। এমনটাই মনে করা হচ্ছে। দিল্লির জার্সিতে কবে নামবেন, সেটাই এখন দেখার।
