আজকাল ওয়েবডেস্ক: প্লে অফের দিল্লি বহু দূর লোকেশ রাহুলদের কাছে। ওয়াংখেড়েতে ৫৯ রানে জিতে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে গেল আইপিএলের প্লে অফে। 

গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস আগেই প্লে  অফের টিকিট কেটে ফেলেছিল। চতুর্থ স্থানের জন্য লড়ছিল দিল্লি ও মুম্বই। বুধবার দিল্লিকে হারিয়ে মুম্বই চলে গেল প্লে অফে। 

ওয়াংখেড়ের উইকেট ছিল মন্থর। ম্যাচ যত গড়াল পিচের মন্থরতা ততই প্রকাশ পেল। ওয়াংখেড়েতে ঝলমল করলেন সূর্য। তাঁর তেজেই মুম্বই ২০ ওভারে করল ৫ উইকেটে ১৮০ রান। দিল্লি থেমে গেল ১২১ রানে। 

৪৩ বলে সূর্যকুমার যাদব খেললেন অপরাজিত ৭৩ রানের ইনিংস। ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। রোহিত শর্মা ব্যর্থ। মুস্তাফিজুর রহমানের শিকার হিটম্যান (৫)। 

মুম্বইয়ের ইনিংসে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল। কিন্তু সূর্যকুমার যাদব একাই ম্যাচ নিয়ে গেলেন এমন এক জায়গায় যেখানে দিল্লি পৌঁছতে পারল না। তাঁর জন্যই মুম্বইয়ের সূর্যোদয় ঘটল ওয়াংখেড়েতে। 

মুম্বইয়ের রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট পড়ল দিল্লির। ডু প্লেসিস (৬), রাহুল (১১), অভিষেক পোড়েল (৬) অল্প রানে ফিরে গেলেন। ১০ ওভারের মধ্যেই দিল্লির ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ম্যাচ তখনই পকেটস্থ করে ফেলে মুম্বই। বাকিটা কেবল সময়ের অপেক্ষা। স্যান্টনার ও বুমরাহ তিনটি করে উইকেট নিলেন। দিল্লির ব্যাটারদের ব্যাট বোবা থেকে গেল। 

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে ১৬ পয়েন্ট সংগ্রহ করল। দিল্লি ক্যাপিটালস পরের ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট ছুঁতে পারবে না। এবারের মতো টুর্নামেন্ট শেষ দিল্লির।