আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট আর অবশিষ্ট নেই। সত্যিটা এবার মেনে নিক ধোনি। কড়া ভাষায় একথা জানিয়ে দিলেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন।
একসময়ে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন ম্যাথু হেডেনও। সেই তিনি দেখলেন একসময়ে তাঁর অধিনায়ক হেরে যাচ্ছেন ম্যাচ।
তিনি স্টাম্প করছেন, রান আউট করছেন কিন্তু যার জন্য বিখ্যাত মহেন্দ্র সিং ধোনি, সেই ভূমিকায় তিনি ব্যর্থ। মাহি ব্যর্থ হওয়ায় তাঁর দল চেন্নাইও খোঁড়াচ্ছে। কিছুই ঠিকঠাক হচ্ছে না।
দিল্লি ক্যাপিটালসের কাছে শনিবার হার মানতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। ধোনি যখন নেমেছিলেন তখনও ৯ ওভার বাকি ছিল। কিন্তু ধোনিকে আগের ভূমিকায় দেখা যায়নি। ধোনির খেলা দেখে হতাশ হেডেন বললেন, ''এই ম্যাচের শেষে ধোনির আমাদের সঙ্গে কমেন্ট্রি বক্সে বসা উচিত। ক্রিকেট আর অবশিষ্ট নেই ওর মধ্যে। এটা ওর বোঝা উচিত। নইলে সিএসকেই সমস্যায় পড়বে।''
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শূন্য রানে অপরাজিত ছিলেন ধোনি। আরসিবি-র হয়ে অপরাজিত ৩০, রাজস্থান রয়্যালসের সঙ্গে ১৬ এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত ৩০ রান করেন ধোনি।
