আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুলের উদযাপন নকল করে বরুণ চক্রবর্তী শিরোনামে। শুক্রবার কলকাতা নাইট রাইডার্স চিপকে গিয়ে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। 

কলকাতা নাইট রাইডার্সের হয়ে বরুণ খেললেও চিপক তাঁর ঘরের মাঠ। ঘরের মাঠে বোলিং চিরকালই উপভোগ করেন রহস্য স্পিনার। সিএসকে-র বিরুদ্ধে বরুণ ২ উইকেট নেন ২২ রানের বিনিময়ে। 

খেলার শেষে লোকেশ রাহুলের উদযাপন নকল করে বরুণ দেখান, এই মাঠ আমার। সেই মাঠের রাজা তিনিই। যদিও কলকাতা-চেন্নাই ম্যাচের নায়ক সুনীল নারিন। বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। 

Varun Chakravarthy KL Rahul celebration

সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে কুপোকাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সর্বনিম্ন রান। গোটা ইনিংসে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। যার ফলে কোনওরকমে একশো রান পার করে চেন্নাই। তিন উইকেট নারিনের,‌ জোড়া উইকেট নেন বরুণ। টানা পাঁচ হার চেন্নাইয়ের। আইপিএলের ইতিহাসে এই প্রথম চিপকে হারের হ্যাটট্রিক। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে সিএসকে। জবাবে হাসতে হাসতে জয়সূচক রানে পৌঁছে যায় নাইটরা। ১০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ে পৌঁছে যায় কেকেআর। ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জয়। ম্যাচ জেতার আনন্দে বরুণ চক্রবর্তীর সেই সেলিব্রেশন পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স।  

লোকেশ রাহুল ঠিক একই ভাবে ব্যাট দিয়ে বৃত্ত এঁকে দেখিয়ে ছিলেন, এই মাঠ আমার। আর এই মাঠের রাজা আমিই।