আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে নাম তুলে নিলেন মইন আলি। চাপে পড়ল কলকাতা নাইট রাইডার্স। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে গেলেন টুর্নামেন্ট থেকে। কেকেআর-এর হয়ে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন তিনি। আরেক নাইট রভম্যান পাওয়ালের আপডেটের অপেক্ষায় রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। চোটের শুশ্রূষার জন্য পাওয়েল এখন রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। 

দু'জন তারকা ক্রিকেটারকে হারানোর ফলে একজনকে অল্প কয়েকদিনের জন্য সই করাতে চাইছে কেকেআর। প্লে অফে পৌঁছনোর রাস্তা কঠিন থেকে কঠিনতর হয়ে গিয়েছে কেকেআরের। ১২ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নাইটদের। বাকি দুটো ম্যাচ জিততেই হবে কলকাতার। তার পর বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। 

ভারত-পাক সংঘাতের প্রেক্ষিতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। সেই স্থগিত হয়ে যাওয়া আইপিএল আবার শুরু হচ্ছে ১৭ তারিখ থেকে। কিন্তু কেকেআর মাঠে নামার আগেই সমস্যায় পড়ে গেল।