আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালে তাঁর দর ছিল ৫.২৫ কোটি। ২০২৫ বিশাল পরিমাণ অর্থ খরচ করা হয় তাঁর পিছনে। তিনি হেনরিক ক্লাসেন। ৫.২৫ কোটি থেকে তাঁর দর বেড়ে হয় ২৩ কোটি টাকা।
সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান দক্ষিণ আফ্রিকার এই তারকার পিছনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। বড় শট খেলতে দক্ষ ক্লাসেন। কাব্য মারান ভেবেছিলেন ক্লাসেনের ব্যাটে ভর কর বৈতরণী পেরোবে সানরাইজার্স। কিন্তু ক্লাসেন ব্যর্থ হন।
গতবারের থেকে এবার তাঁর পারফরম্যান্স খারাপ। ২০২৪ সালে হেনরিক ক্লাসেন করেছিলেন ৪৭৯ রান। এবার ক্লাসেনের ব্যাট থেকে আসে ৩৫৮ রান। গড়ও কমেছে তাঁর।
প্লে অফে যাওয়ার সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গিয়েছেন সানরাইজার্সের। আর এক ম্যাচ বাকি তাদের। রবিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের।
দক্ষিণ আফ্রিকার তারকা হেনরিক ক্লাসেনকে নিয়ে জুয়া খেলতে চেয়েছিলেন কাব্য মারান। কিন্তু প্রোটিয়া তারকা দের মালকিনকে ভাসিয়ে দেন এবার।
