আজকাল ওয়েবডেস্ক: পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্সের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি' কক এবং অ্যানরিখ নরখিয়ার সঙ্গে ভারতীয় তারকা মনীষ পাণ্ডে বিশেষ এক রান্নার সেশনে অংশ নেন। 

কেকেআর তারকারা 'পাতুরি' তৈরি করছেন। কুইন্টন ডি কক সবাইকে অবাক করে দিয়ে বলেন, "আমি বাড়িতে রান্নাঘরেই থাকি। আমার স্ত্রী রিল্যাক্স করে। আমিই সব রান্না করি।" 

দক্ষিণ আফ্রিকান উইকেটকিপারকে দেখে মনে হচ্ছিল তিনি বোধহয় রান্নার বিষয়ে স্বচ্ছন্দ্য। যদিও তাঁরই সতীর্থ নরখিয়া স্বীকার করেন,''অনেক দিন পর রান্নাঘরে প্রথম এলাম।'' 

দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মাছ ধরতে ভালবাসেন। বাংলার পাতুরির সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেরি-পেরি ম্যারিনেড যুক্ত করে দারুণ এক ফিউশন তৈরি করা হয়। 

নাইটদের আর এক তারকা মনীষ পাণ্ বলেন, "কেকেআরে আমার প্রথমবার এবং আমার প্রথম ট্রফি। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা ছিল। গোটা সিজনে আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। ফাইনাল ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। আমি নিজেও বেঙ্গালুরু থাকি। সব মিলিয়ে স্মরণীয় এক মুহূর্ত ছিল।'' এবছরও ট্রফি জিততে মরিয়া কেকেআর, বললেন মণীষ পাণ্ডে।