আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দেন শ্রেয়া ঘোষাল।
শাহরুখ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন শ্রেয়া ঘোষাল। শুরুটাই করলেন কলকাতা-বাংলাকে হৃদয়ে জড়িয়ে। তাঁর সুরেলা কণ্ঠস্বর ধ্বনি তুলল, ''আমি যে তোমার...।''
তার পরে সময় যত গড়িয়েছে শ্রেয়া মায়াজাল বিছিয়ে দিলেন ইডেনে। সুরের মূর্ছনায় ভাসল কলকাতা। এক নিশ্বাসে গাইলেন, রঙ্গ দে বাসন্তী, ওম শান্তি ওম, বালম স্বামী, ভাগ মিলখা ভাগ। গাইলেন সব ফ্র্যাঞ্চাইজির হয়ে। শেষ করলেন 'বন্দে মাতরম' গেয়ে।
শ্রেয়াকে নিয়ে তুমুল চর্চা চলছে। আইপিএলের উদ্বোধনী মঞ্চে গান গাওয়ার জন্য কত অর্থ নিলেন এই বিখ্যাত গায়িকা।
কত অর্থ নিয়েছেন শ্রেয়া, সেই সম্পর্কে নিশ্চিত করে কেউ বলতে না পারলেও একটি প্রতিবেদন অনুযায়ী, ১ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে কিছু একটা অর্থ তিনি চেয়েছেন।
আইপিএলের ভিতরের খবর অজানাই থেকে যায়। সেগুলো সামনে আসে না। আর্থিক বিষয় তো আরওই নয়।
???????????? ????????????????????. ???????????? ????????????????????????. ???????????? ???????????????????? ????
— IndianPremierLeague (@IPL)
Shreya Ghoshal’s mesmerizing voice lights up the #TATAIPL 2025 opening ceremony! ⭐#KKRvRCB | @shreyaghoshal pic.twitter.com/cDM8OpOIP3Tweet by @IPL
শ্রেয়া ঘোষাল এই মুহূর্তে দেশের সেরা গায়িকা বললেও অত্যুক্তি করা হবে না। আইপিএলের মতো জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চ মাতানোর জন্য শ্রেয়াকেই ডাকা হয়। শ্রেয়ার সুরে ভেসে যায় ইডেন গার্ডেন্স। ফলে তিনি যদি একটি স্টেজ শো করার জন্য ১ কোটি বা পাঁচ কোটি চান, তাতেও অবাক হওয়ার কিছু নেই।
