আজকাল ওয়েবডেস্ক: অকশনে নাম দিয়ে নির্বাচিত হয়েও আইপিএলের ঠিক আগে নাম তুলে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। এরই ফলস্বরূপ ব্রুককে দু’বছরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ব্যান করা হয়েছে। অর্থাৎ আইপিএলের আগামী দুই মরশুমে খেলতে দেখা যাবে না ব্রুককে। উল্লেখ্য চলতি মরশুমে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর তিনি এই সিদ্ধান্ত নেন। আইপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় নিলামে দল পাওয়ার পর টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলে তাঁকে দু’বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
এর আগে ২০২৪ মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও, প্রতিযোগিতা শুরুর মাত্র দশ দিন আগে ব্রুক পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নেন। সে সময় দিল্লি ক্যাপিটালস তাঁকে ৪ কোটি টাকায় দলে নিয়েছিল। তবে এবার ব্যান খাওয়ার কারণে ২০২৫ ও ২০২৬ সালের আইপিএল থেকে পুরোপুরি বাইরে থাকবেন ইংলিশ তারকা।
