আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মঞ্চে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে তীব্র বিতর্কে ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময়ে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ভাজ্জির বিরুদ্ধে। 

হরভজনের এহেন মন্তব্যকে ভাল ভাবে নেননি সমর্থকরা। তাঁরা দাবি করেছেন,  ভাজ্জি যেন ক্ষমা চান তাঁর মন্তব্যের জন্য। কী ঘটেছিল? রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের ১৮-তম ওভারের ঘটনা। রাজস্থানের আর্চার বল করছিলেন। সেই সময়ে সানরাইজার্সের হয়ে ব্যাট করছিলেন ঈশান কিষান ও হেনরিক ক্লাসেন। আর্চারের বলে ক্লাসেন পরপর চার মারেন। 

সেই সময়ে ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন সিং। তিনি বলেন, ''লন্ডনে কালো ট্যাক্সির মিটার দ্রুত বাড়ে, আর এখানে আর্চার সাহেবের মিটারও বাড়ছে দারুণ গতিতে।'' 

আইপিএলে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়েন আর্চার। হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬  রান দেন ইংল্যান্ডের বোলার। একটি উইকেটও নেননি তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান আগে দেওয়ার নজির গড়েছিলেন মোহিত শর্মা। গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে মোহতি শর্মা বিনা উইকেটে ৭৩ রান দিয়েছিলেন। 

এর আগেও হরভজন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কে জড়েছিলেন। ক্রিকেট ইতিহাসে 'মাঙ্কিগেট' কেলেঙ্কারি নামে তা কুখ্যাত হয়ে রয়েছে। এবার আর্চারকে 'কালো ট্যাক্সি' বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করে দিলেন ভাজ্জি। এর জন্য না তাঁকে আবার ধারাভাষ্যকারদের দল থেকে বহিষ্কৃত হতে হয়!