আজকাল ওয়েবডেস্ক: রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কা আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে দিয়েছিল যশ দয়ালের। বিরাট কোহলি তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। আর এতটাই আত্মবিশ্বাসী যশ দয়াল এখন যে চাপের ম্যাচে শেষ ওভার করার জন্য রজত পাতিদার বল তুলে দিচ্ছেন যশ দয়ালের হাতে। আর তিনি সাফল্যের সঙ্গে প্রতিপক্ষকে আটকে রাখছেন। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভার করেন যশ দয়াল। তিনি ধোনিকে ফেরান। জয়ের জন্য দরকারি ৯ রান করতে দেননি সিএসকে-কে।
যশ দয়ালের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে কোহলির ভূমিকা নিয়ে চন্দ্রপল দয়াল বলছেন, ''বিরাট কোহলি খুব সাহায্য করেছে যশকে। যশ আরসিবি-তে যোগ দেওয়ার পরে বিরাট প্রায়ই ওকে নিজের ঘরে ডাকত। কখনও নিজে যেত যশের ঘরে। ২০২৪ সালের ওই ওভার নিয়ে আলোচনা করত। বিরাট একটা কথাই বলেছিল, কঠিন পরিশ্রম করো। ঝড় তুলে দে, আমি তোর পাশে আছি। চিন্তার কারণ নেই, পরিশ্রম করে যেতে হবে। ভুল ভ্রান্তি হবেই, তবে শিখে আগে এগিয়ে যেতে হবে।''
সাফল্য না পেয়ে অনেক বোলারই ভেঙে পড়েছেন। কিন্তু বিরাট কোহলি সবার সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন। তার ফল পাওয়া যাচ্ছে আইপিএলে। শনিবারের চিন্নাস্বামীতেও যশ দয়াল শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জিততে দেননি। যশের আত্মবিশ্বাস বাড়ানোর পিছনে রয়েছেন কোহলি। এই বিরাট সত্যিটা জানিয়ে দিলেন যশের বাবা চন্দ্রপল।
