আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক সংঘাতের আবহে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বল আবার গড়াবে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সেখানে যোগ দেবেন কিনা, তা নিয়ে রয়েছে সন্দেহ।
এই আবহে দিল্লি ক্যাপিটালস হারাতে চলেছে ১১.৭৫ কোটি টাকা দিয়ে কেনা অজি তারকাকে। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হতে পারেন। কে সেই তারকা? দিল্লি ক্যাপিটালসের এই তারকা মিচেল স্টার্ক।
যুদ্ধের আবহে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন প্রায় সব অজি ক্রিকেটার। স্টার্ক এবং তাঁর স্ত্রী অ্যালিসা হিলি দেশে নামার পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। কিন্তু তাঁর ম্যানেজার একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্টার্ক আর হয়তো ফিরে যাবেন না।
স্টার্ক দিল্লি শিবিরে আর যোগ না দিলে, তাদের বোলিং বিভাগে দেখা যাবে রক্তাল্পতা। এ বিষয়ে কোনও সন্দেহই নেই। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি এখন পাঁচ নম্বরে। আইপিএল শুরু হলে স্টার্ক ছাড়া দিল্লি কী করে, সেটাই দেখার। দিল্লি যে সত্যিই বহু দূরে এখনও।
