আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার মেনে আইপিএল থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির আইপিএল অভিযান শেষ হয়ে গেলেও অভিষেক পোড়েলের স্টাম্পিং নিয়ে চলছে প্রবল চর্চা। 

চলতি মরশুমে দিল্লির সব থেকে ধারাবাহিক ব্যাটারের নাম অভিষেক পোড়েল। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিষেক পোড়েলের স্টাম্পিং ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। 

মুম্বইয়ের রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে স্টাম্পড হন পোড়েল। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে আলোচনা। কেউ মনে করছেন, এটা ক্রিকেট নয়, সাজানো চিত্রনাট্য। 

 

?ref_src=twsrc%5Etfw">May 21, 2025

কেউ আবার লিখেছেন, মুম্বইয়ের দ্বাদশ ব্যক্তি ফের বড় ভূমিকা রাখল! কী মনে করছেন? তিনি কিন্তু কোনও  খেলোয়াড় নন।'' 

আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''অভিষেক পোড়েল মোটেও আউট ছিল না। তৃতীয় আম্পায়ারের নজর কীভাবে এড়িয়ে গেল? এটা মেনে নেওয়া যায় না।'' 

পোড়েল নিজে কী মনে করেন? তিনি কি আউট ছিলেন? আউট হওয়ার পরে তাঁর তরফ থেকে প্রবল প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে দিল্লির ডাগ আউটে বসা খেলোয়াড়রা কিন্তু নিশ্চিত নন এই আউট নিয়ে। তাঁদের চোখে অবিশ্বাস।