আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কি বল বিকৃত করা হয়েছে? ভক্তদের একটা অংশ সেরকমই মনে করছেন। 

চিপকের ম্যাচের একটি মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় দেখা গিয়েছে, বাঁ হাতি পেসার খলিল আহমেদ ও সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় নিজেদের মধ্যে কথাবার্তা বলতে ব্যস্ত। কিন্তু তাঁদের কারওরই মুখ ক্যামেরার দিকে ছিল না।  

ভিডিওয় দেখা গিয়েছে, রুতুরাজের সঙ্গে কথা বলার সময়ে খলিল বাঁ পকেট থেকে কিছু একটা বের করছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">March 24, 2025

সেই সময়ে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের হাতে বল ছিল। কিন্তু দু'জনের মুখ ক্যামেরার দিকে ছিল না। কিন্তু যখন দু'জন ক্যামেরার দিকে ফেরেন তখন দেখা যায় খলিল তাঁর ক্যাপ্টেনের কাছ থেকে বল নিচ্ছেন। সিএসকে ক্যাপ্টেনের হাতে কিছু একটা তুলে দিচ্ছেন বাঁ হাতি সিএসকে পেসার। 

রুতুরাজকে কিছু একটা পকেটে ঢোকাতে দেখা যায়। সেই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করে দেখেনি আজকাল ডট ইন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে অনেকেই বল বিকৃতির অভিযোগ এনেছেন। তবে সবটাই সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে সরকারি ভাবে কেউ কোনও অভিযোগ করেননি। 

চেন্নাই ও মুম্বই ম্যাচ নিয়ে পরাদ চড়ছিল। ধোনি বনাম রোহিতের ক্রিকেট-যুদ্ধ নিয়ে কালি খরচ হচ্ছিল সংবাদ মাধ্যমে। চিপকের সেই হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হাসে সিএসকে।