আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। টিম ইন্ডিয়া বাড়তি সুবিধা পাচ্ছে, এরকমই অভিযোগ পাক ক্রিকেটারদের। এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক আইপিএল বয়কটের ডাক দিলেন।
বিশ্বের সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশের ক্রিকেটাররা ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও ভারতের তারকা ক্রিকেটাররা ভিন দেশের লিগে খেলে না। ইনজি এই বিষয়ের উল্লেখ করে বলেছেন, অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোও যেন আইপিএলে ক্রিকেটার না পাঠায়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুসৃত হচ্ছে হাইব্রিড মডেল। গ্রুপ পর্বের পর সেমিফাইনালও ভারত খেলবে দুবাইয়ে। ভারত ফাইনালে গেলে সেই ম্যাচও হবে মরুদেশেই। ভারত যদি ফাইনালের ছাড়পত্র না পায় তাহলে ফাইনাল হবে লাহোরে।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা ভারতের সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য নিয়ে সরব হয়েছেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি। তিনি খুল্লমখুল্লা জানিয়েছেন, ভারতের উপরেই নির্ভর করছে তাঁদের স্যালারি। এই আবহেই ইনজামাম উল হক টেনে এনেছেন আইপিএল প্রসঙ্গ, ''চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদ দিন। আইপিএলে কী হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে খেলে। কিন্তু ভারতের ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোরও উচিত,আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। ভারতীয় বোর্ড যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত।''
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ছিটকে গিয়েছে পাকিস্তান। এশিয়ার দলগুলোর মধ্যে একমাত্র ভারত টিকে রয়েছে। প্রাক্তন পাক ক্রিকেটাররা কিন্তু ভারতের প্রতি আক্রমণ চালিয়েই যাচ্ছেন।
