আজকাল ওয়েবডেস্ক: ভারতের হকি কিংবদন্তি হরবিন্দর সিং ও জাফর ইকবাল নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ভারতীয় পুরুষ হকি দলের ম্যাচ দেখতে পাবেন। ভারত আগামী ২৩ এবং ২৪ অক্টোবর অলিম্পিকে রৌপ্য পদকজয়ী জার্মানির বিরুদ্ধে মাঠে নামবে। ম্যাচের দিন বিশিষ্ট অতিথি, সহ প্রাক্তন হকি তারকা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

 

সর্বশেষ ভারত মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে খেলা হয়েছিল ২০১৪ সালের জানুয়ারি মাসে। ভারতের প্রাক্তন হকি তারকা এবং ১৯৬৪ সালের টোকিও সোনার পদক, ১৯৬৮ সালের মেক্সিকো ব্রোঞ্জ ও ১৯৭২ সালের মিউনিখ ব্রোঞ্জ বিজয়ী পদ্মশ্রী হরবিন্দর সিং জানান, ‘১৯৭২ সালে দিল্লিতে জাতীয় দলের হয়ে আমি শেষবার হকি খেলেছিলাম। শিবাজি স্টেডিয়াম পুরো ভর্তি ছিল এবং সমর্থকরা আমাদের জন্য চিৎকার করছিলেন। আমি বিশ্বাস করি অনেক সমর্থক ভারত ও জার্মানিকে সমর্থন করতে আসবেন। দশ বছর পর একটি উচ্চমানের আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে’।

 

আর এক প্রাক্তনী জাফর ইকবাল জানিয়েছেন, ‘আমাদের সময় হকির জন্য অসাধারণ সমর্থন ছিল। নেহরু গোল্ড কাপ, এশিয়ান গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক ম্যাচে অনেক সমর্থক উপস্থিত থাকতেন। জার্মানি শক্তিশালী দল, তবে আমি নিশ্চিত ভারতীয়রা সমর্থন করতে আসবেন’। গত বছর চেন্নাইতে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। হরবিন্দর সিং জানিয়েছেন, বিভিন্ন ভেন্যুতে হাই প্রোফাইল ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ম্যাচ দেখতে পান এবং হকির প্রতি আগ্রহ বাড়ে। হকি ইন্ডিয়ার এই উদ্যোগের প্রশংসাও করেছেন তিনি।