আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেখে ক্রিকেটে প্রত্যাবর্তন  পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের। ধোনির বায়োপিক পাক স্পিনারের খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে।

২৭ বছরের পাক স্পিনারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়েছে। দুবাইয়ের ভাল চাকরি ছেড়ে ক্রিকেট স্বপ্ন বাঁচিয়ে রাখার শেষ একটা চেষ্টা করছেন উসমান তারিক। 

আরও পড়ুন: রোহিত–কোহলিরাও লাভের মুখ দেখাতে পারল না ক্রিকেট অস্ট্রেলিয়াকে, হয়ে গেল বিরাট লোকসান

তিনি বলেছেন, ''দলে ডাক না পাওয়ায় আমি খেলাই ছেড়ে দিয়েছিলাম। দুবাইয়ের একটি কোম্পানিতে আমি সেলসম্যান হিসেবে কাজ করছিলাম। তখন আমি ধোনির বায়োপিক দেখি। এই বায়োপিক আমাকে অনুপ্রাণিত করেছে। আমি চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরে এসে আবার ক্রিকেট শুরু করি।'' 

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। সেই ম্যাচে প্রত্যাবর্তন ঘটেছিল বাবর আজমের। কিন্তু তিনি খাতা খুলতে পারেননি। শূন্য রানে বাবর ফিরে যাওয়ায় তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষের ঝড়। এই নিরিখে বিচার করলে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের সঙ্গে একই বন্ধনীতে বাবর। স্যর ডনের দেশে অনুষ্ঠিত প্রথম দুটি ওয়ানডেতে কোহলি শূন্য রান করেন। তৃতীয় ওয়ানডেতে অবশ্য রানে ফেরেন বিরাট। বাবর কী করেন সেটাই দেখার। তবে প্রথম টি-টোয়েন্টিতে বাবর ব্যর্থ হওয়ায় পাকিস্তানও ম্যাচ থেকে হারিয়ে যায়। মাইক হেসন তাঁকে পাঠিয়েছিলেন তিন নম্বরে। কিন্তু মাত্র দুই বল তিনি টিকেছিলেন। শূন্য রানে বাবর ফিরে যাওয়ার পরে পাকিস্তানের জয়ের আশাও শেষ হয়ে যায়। পাকিস্তান হার মানে ৫৫ রানে। তবে সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে পাকিস্তানও। সিরিজের বাকি ম্যাচগুলোতে কী হয়, তার উত্তর দেবে সময়। 

তবে এই মুহূর্তে নজরে উসমান তারিক। কেরিয়ার নিয়ে তাঁর জুয়া খেলা খেটে যায়। ২০২৫ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তারিক ২০টি উইকেট নেন। বর্ষীয়ান স্পিনার ইমরান তাহিরের পরেই তারিক। এবার পাকিস্তানের হয়ে অভিষেক ঘটতে চলেছে তাঁর। 

তারিকের বোলিং অ্যাকশন অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। তাঁর বোলিং অ্যাকশন নিয়েও রয়েছে বিতর্ক। তবে সে সবকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাইছেন তারিক। দুবাইয়ের সেলসম্যান থেকে পাকিস্তানের রহস্য স্পিনার, সিনেমা দেখেও স্বপ্ন সত্যি হয়। উসমান তারিকের জাতীয় দলে জায়গা পাওয়া সেটাই প্রমাণ করছে।   

আরও পড়ুন: বাণিজ্যনগরীতে জারি হলুদ সতর্কতা, ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনাল ভেস্তে দেবে বৃষ্টি?‌ ...