আজকাল ওয়েবডেস্ক: চোট আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইতিমধ্যেই একাধিক ক্রিকেটার ছিটকে গিয়েছেন চোটের জন্য। সেই তালিকায় নয়া সংযোজন এবার নিউজিল্যান্ড পেসার বেন সিয়ার্স। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালের আগে করাচিতে ট্রেনিং সেশনে চোট পান সিয়ার্স। ব্যথা অনুভব করেন হ্যামস্ট্রিংয়ে। ২৭ বছরের পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না।’
লকি ফার্গুসনের চোট এখনও সারেনি। তার মধ্যেই সিয়ার্সের ছিটকে যাওয়া কিউয়ি শিবিরে বড় ধাক্কা।
চোটের যা পরিস্থিতি, তাতে সিয়ার্সকে দু’সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে। যার অর্থ ভারতের বিরুদ্ধে ২ মার্চ ম্যাচের আগে ফিট হওয়ার সম্ভাবনা নেই সিয়ার্সের। দেশের হয়ে মাত্র দুটি একদিনের ম্যাচ খেলেছেন সিয়ার্স। কোনও উইকেট পাননি। তবে ঝুঁকি না নিয়েই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
সিয়ার্সের পরিবর্ত হিসেবে জেকব ডাফির নাম ঘোষণা করা হয়েছে। দেশের হয়ে ২০২২ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। এখনও অবধি দেশের হয়ে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন ডাফি। শেষ একদিনের ম্যাচ খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাকিস্তানে দলের সঙ্গেই আছেন ডাফি।
কিউয়ি কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘সিয়ার্সের জন্য খারাপ লাগছে। বড় টুর্নামেন্টে ছিটকে যাওয়াটা বেদনার। তবে পরিবর্ত ডাফিও যথেষ্ট যোগ্য। বেশ কয়েকটি ম্যাচ খেলেছে।’
