আজকাল ওয়েবডেস্ক: খুব সহজেই ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে হারালেন হরমনপ্রীত কৌররা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে গেল ভারতের মহিলা ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেটে ১৯৫ রান। জবাবে ক্যারিবিয়ান মহিলারা ৭ উইকেটে ১৪৬ রানে থেমে যান। ৪৯ রানে ম্যাচ জেতে ভারত।
ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেন জেমাইমা। ৩৫ বলে ৭৩ রান করেন তিনি। ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন জেমাইমা। ওপেনার স্মৃতি মান্ধানা সুরটা ধরে দেন। ৩৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ১৯৫ রান পাহাড়সম। সেই রান তাড়া করে জিততে হলে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে হয়। সেই সঙ্গে গড়তে হয় পার্টনারশিপ। ইনিংসের একেবারে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ (৪৯) ও ডটিন (৫২) ছাড়া আর কোনও ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ১৪৬ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের মধ্যে তিতাস সাধু তিনটি উইকেট নেন। দীপ্তি শর্মা ও রাধা যাদব ২টি করে উইকেট নেন।
